নেদারল্যান্ডের পানিতে নিমজ্জিত পথচারী ব্রীজ যেন ঐতিহাসিক অনুভূতি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সতের শতকে ফ্রান্স এবং স্পেনের আক্রমণ থেকে নেদারল্যান্ড নিজেদের ভূমি এবং দুর্গ রক্ষা করার জন্য পশ্চিম ব্রাবেন্ট পানি সমৃদ্ধ অঞ্চলে দুর্গ পরিখা নির্মাণ করেছিলেন। আজ আমরা পাঠকদের জন্য সেই দুর্গ পরিখার বর্তমান চিত্র তুলে ধরবো।


ফোর্ট ডি রোভেরি পুরোটাই গভীর দুর্গ পরিখা দ্বারা পরিবেষ্টিত। এই পরিখাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে যেন সৈনিকরা মার্চপাস্ট করে পার হতে পারে কিন্তু কোন ধরনের নৌযানের জন্য এটি উপযোগী চলার পথ নয়। পরবর্তীতে এটি বাঁক নিয়েছে পূর্ব দিকের দুর্গের বরাবর ততক্ষণ পর্যন্ত দুর্গটি সুরক্ষিত থাকবে।

মজার বিষয় হলো অনেক দূর থেকে পরিখাটি অদৃশ্য মনে হয়। তাই একে মোসেস ব্রীজ বলা হয়ে থাকে। মোসেস ব্রীজ কথাটি এসেছে হযরত মুসা (আ) এর মিশরের নীল নদ পাড়ি দেওয়ার সময় তৈরিকৃত অদৃশ্য পরিখা থেকে, নেদারল্যান্ডের এই পরিখাটিতেও সেই কৌশল ব্যবহার করা হয়েছে। যখন ব্রীজের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত পানির স্তর থাকে তখন সূর্যের আলোর প্রতিফলনের জন্য এই পরিখাটিকে অদৃশ্য মনে হয়।

Related Post

শত্রুরা যখনি দুর্গের দিকে হানা দিবে তখন পরিখার বরাবর আসতে থাকলে মনে হবে যেকোনো মুহূর্তে ব্রীজের চারপাশের দেয়াল ভেঙ্গে পড়বে এবং তারা পানিতে তলিয়ে যাবে। বিষয়টি তেমন নয় নির্দিষ্ট পরিমাণ মানুষের বেশি এর ভেতর দিয়ে আসা মাত্র পানির সর্বোচ্চ বিন্দু থেকে ব্রীজটি কিছুটা নিচের দিকে নেমে যাবে এবং পরিখাটির পানির চাপে ব্রীজটি ধসে পড়বে।

প্রথমে মাটি দিয়ে ব্রীজের গভীরতম স্থানে কাঠ শীটের রেখাযুক্ত পাইল তৈরি করা হয়। তারপর এর ভেতর সিঁড়ি ও ডেক বসানো হয়। ব্রীজের পাইলগুলো অ্যাকায়া জাতের এক ধরনের বিশেষ কাঠের তৈরি। অ্যাকায়া কাঠের বিশেষ বৈশিষ্ট্য হলো এই কাঠে ছত্রাক আক্রমণ করে না। পানিতে নিমজ্জিত অবস্থায় কাঠের স্থায়িত্ব আরো বৃদ্ধি পায়। ফলে নিমজ্জিত পরিখার বাঁধ নির্মাণে অ্যাকায়া কাঠের খ্যাতি রয়েছে।

এই ব্রীজটি পানিকে এমনভাবে আটকে রাখে দেখে মনে হবে মুসার নীলনদের সেই পথ যেখানে মুসার হাতের লাঠি দ্বারা পানিকে আদেশ করলেন আর পানি সরে গিয়ে একটি পথচলার রাস্তা হয়ে গেল। নেদারল্যান্ডের সাঙ্কেন ব্রীজ আপনাকে ঐতিহাসিক এক অনুভূতির পাশাপাশি পানির ভেতর দিয়ে যাওয়ার অন্যরকম স্বাদ প্রদান করবে।

তথ্যসূত্রঃ ইনহ্যাভিটেট

This post was last modified on মার্চ ৭, ২০১৭ 9:37 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% দিন আগে

জার্মানি এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি। তথ্য…

% দিন আগে

গবেষণায় নতুন তথ্য: ভূমিকম্পের পূর্বাভাস দেবে মেশিন লার্নিং প্রযুক্তি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন ভূমিকম্পের পূর্বাভাস জানার…

% দিন আগে

অভিনেত্রী মম’র কণ্ঠে এবার রবীন্দ্রসংগীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছেন জাকিয়া বারী মম। অপরদিকে নিজের মতামতের…

% দিন আগে

পিঠের সিলিন্ডারে তেঁতুলপানি আর হাতে পাইপ! অভিনব কায়দায় ফুচকা খাওয়াচ্ছেন এক তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যাচ্ছে হলঘরের ভিতর হাতে ট্রে নিয়ে ঘুরছেন জনৈক তরুণ।…

% দিন আগে

শেরপুরের ঐতিহাসিক মাইসাহেবা জামে মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৫ আশ্বিন ১৪৩১…

% দিন আগে