Categories: সাধারণ

গাজীপুরে আল-বারাকা হাসপাতালে ভুল চিকিৎসায় ঝলসে গেছে রোগীর শরীর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের জৈনাবাজার কলেজ রোডে আল-বারাকা হাসপাতালে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছে কর্তৃপক্ষ। সেখানে ভুল চিকিৎসায় সহজ সরল রোগীদের জীবন আজ বিপন্ন।


অসংখ্য রোগীকে চিকিৎসার নামে দেয়া হয়েছে অপচিকিৎসা, এতে করে রোগীদের জীবন বিপন্ন। অসংখ্য রোগীর অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের জৈনাবাজার কলেজ রোডে আল-বারাকা হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। তবে এতে রোগীদের সীমাহীন দুর্ভোগ কমছেনা।

আল-বারাকা হাসপাতাল এর একজন রোগীর নাম আহমেদ সুমন। সুমন কওমি মাদ্রাসার আমপাড়া শ্রেণীর ছাত্র। সুমনের ভাইরাস জ্বর হলে ৬ ফেব্রুয়ারি দুপুরে পাশের আল-বারাকা হাসপাতালে নিয়ে যান তার বাবা মা। হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম কোনো পরীক্ষা ছাড়াই সুমনকে ওষুধ দেন। এসময় সুমনের শরীরে আবদুস সালামের ব্যবস্থাপনায় হাসপাতালের নার্স হোসনে আরা একটি ইনজেকশন পুশ করেন। পরবর্তীতে সুমনকে বাসায় নিয়ে যেতে বলে ডাক্তার আবদুস সালাম।

সুমনের মা মিনারা খাতুন বলেন, “আমরা সুমনকে বাসায় নিয়ে আসি, তবে রাতেই সুমনের জ্বর আরও বেড়ে যায়। এতে করে আমরা আবার সুমনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আবদুস সালাম সুমনের শরীরে আরেকটি ইনজেকশন পুশ করেন এবং বলেন বাসায় নিয়ে যেতে। বাসায় ফিরেও সুমনের জ্বর কমেনা বরং জ্বর আরও বেড়ে যায়। এক সময় সুমনের সারা শরীরে কালো দাগ দেখা যায়। ফোস্কা ফুটতে থাকে সুমনের শরীরে। আমরা সুমনকে নিয়ে ডাক্তার আবদুস সালামের কাছে গেলে ডাক্তার আমাদের হাসপাতাল থেকে চলে যেতে বলেন।”

শিশু সুমনকে নিয়ে পরবর্তীতে তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলে ডাক্তাররা সুমনের বাবা বাবা তাজউদ্দিন আহমেদকে জানান, সুমন অপচিকিৎসার শিকার। ভুল চিকিৎসায় ভুল ওষুধ প্রয়োগে সুমনের শরীর ঝলসে গেছে। সুমনের হাতের এবং বুকের চামড়া ঝলসে গেছে। ইতোমধ্যে সুমনের দুই হাতের কব্জি বেকে গেছে। এবং চামড়া ঝলসে গিয়ে এখন হাতের মাংসও নরম হয়ে ঝরে পড়ছে। সুমন যন্ত্রণায় ছটফট করছে।

Related Post

সুমনের মা মিনারা খাতুন আল্লাহর কাছে আকুতি করে বার বার বলছেন, “সোনা মানিকটার যন্ত্রণা আর সইতে পারছি না। আল্লাহ আমারে নিয়া যাও, আমার নিষ্পাপ সোনামণিরে বাঁচাইয়া রাহো।”

ঘটনার বিষয়ে জানতে পেরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভূঁইয়া শিশুটিকে দেখতে তার বাড়িতে যান। এবং শিশুটির চিকিৎসার জন্য নগদ অর্থ সাহায্য দেন। পরবর্তীতে আজিজ হায়দার আল-বারাকা হাসপাতালে গেলে সেখানে কাউকে খুঁজে পাননি। ঘটনা টের পেয়েই পালিয়ে গেছে হাসপাতালের সবাই। ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভুঁইয়া আল-বারাকা হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছেন।

ম্যাজিস্ট্রেট আজিজ হায়দায় ভুঁইয়া সরজমিনে দেখতে পান আল-বারাকা হাসপাতালে চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। সেখানে নার্স ডাক্তার কেউই প্রশিক্ষিত ছিলোনা। এমনকি রান্না ঘরের পাশেই রোগীকে অপারেশান করা হত।

এদিকে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. শাহ আলম শরীফির কাছে হাসপাতালটি এমন অবস্থায় কিভাবে লাইসেন্স পেয়েছে যা জানতে চাইলে তিনি বলেন,”আমাদের কাছে এই হাসপাতালের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিলোনা। তবে এটি কি ভাবে এমন অবস্থা নিয়ে লাইসেন্স পেয়েছে তার বিষয়ে দেখা হবে।”

This post was last modified on এপ্রিল ১৩, ২০১৪ 9:51 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে