দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৭ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
রাজশাহীর বাঘা মসজিদ এটি। অনেকেই এই মসজিদের কথা জানেন। এটি বহু পুরোনো একটি মসজিদ। মসজিদের পাশেই রয়েছে মাঝার শরীফ। প্রতিদিন এই মাঝার সংলগ্ন মসজিদে দেশের দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। অনেকের মানত থাকে মাঝারে তা পূরণ করতে আসেন।
মাঝার ও মসজিদের সঙ্গে রয়েছে একটি বিশাল পুকুর। পুরোনো অনেক গল্পে শোনা যায়, বহুকাল আগে এখানে যখন দূর-দূরান্ত থেকে মানুষ আসতেন তখন নাকি পুকুর থেকে বড় বড় ডেগ (পাতিল) ভেসে উঠতো। সেই পাতিলে রান্না করে আবার পানিতে ফেলে দিতেন। এভাবেই চলে আসছিল। কিন্তু এক লোভি ব্যক্তি রান্না করার পর আর ডেগটি পানিতে দেননি। তখন থেকে আর কখনও ওই পুকুর থেকে ডেগ পাওয়া যায় না।
অনেকেই আসেন বাঘা মসজিদে নামাজ আদায় করতে। পাশের মাঝার জিয়ারত করেন। কেও বিপদে পড়লে মানত করেন। বিপদ থেকে উদ্ধার পেলে মাঝারে গিয়ে মানত পূরণ করেন। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন। বিশেষ করে শুক্রবারের দিন তিল ধারণের ঠাই থাকে না। আপনিও ইচ্ছে করলে রাজশাহী জেলার বাঘার এই মসজিদ ও মাঝারে যেতে পারেন।
This post was last modified on এপ্রিল ১৭, ২০১৪ 1:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…