গুগল এবার আনছে ক্যামেরা সমৃদ্ধ কনট্যাক্ট লেন্স: ছবি উঠবে চোখের ইশারায়!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গুগল গ্লাস, গুগল ফাইবার আর গুগল প্লেনের পর গুগল এবার নিজেদের যুক্ত করলো কনট্যাক্ট লেন্স কোম্পানীর সাথে, যেখানে তারা তৈরি করবে ক্যামেরা আর সেন্সর সমৃদ্ধ কনট্যাক্ট লেন্স। এই পণ্যটি গুগল গ্লাসের সাথে সম্পর্কযুক্ত।


গুগল গ্লাসের মাধ্যমে গুগল একই সাথে ক্যামেরা, ইন্টারনেট কিংবা যোগাযোগ মাধ্যমের প্রায় সবগুলোই একীভুত করলেও আইনগত নানা সমস্যার কারণে তা বাজারে আনাটা অনেকটাই জটিলতায় নিমজ্জিত। এমতাবস্থায় গুগল নিজেদের ডেভেলপিং সেক্টরে যুক্ত করলো গুগল লেন্স। গুগল লেন্সে রয়েছে একটি ছোট আকারের মাইক্রোক্যামেরা। এছাড়াও এর পৃষ্ঠটি হবে সেন্সর বা স্পর্শকাতর সমৃদ্ধ এবং এটিকে নিয়ন্ত্রণ করা যাবে চোখের পলকের মাধ্যমে।

গুগল স্মার্ট লেন্সের এই প্রক্রিয়াটির সাথে যুক্ত হওয়ার পেছনে রয়েছে একটি চোখের অশ্রু মনিটরিং কোম্পানীর কাজ যারা গুগল গ্লাস ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের উপায় বের করার চেষ্টা করছিলো। পরে গুগল নিজেদের এই প্রক্রিয়াটির সাথে যুক্ত করে লেন্সটির উন্নত সংস্করণ তৈরি করার জন্য, ফলে তারা এতে যুক্ত করে ক্যামেরা এবং সেন্সর। এই ক্যামেরা ও সেন্সর গুগল গ্লাসের সাথে যুক্ত থাকবে। সেখানে ব্যবহারকারীর শারীরিক অবস্থা মনিটরিংয়ের মাধ্যমে তথ্য আসবে গুগল গ্লাসে।

মাইক্রোক্যামেরাটির রয়েছে সুপারজুম করার ব্যবস্থা। যেন দূর থেকে কিংবা ভালোভাবে দেখা যায় না এমন অংশটিকেও পরিষ্কার বোঝা যায়। এছাড়াও এটি অন্ধ লোকদের পথচলার ক্ষেত্রে সাহায্য করবে। এর সেন্সর অন্ধ ব্যবহারকারীদের ব্যস্ত রাস্তা পারাপার হতে তথ্য দিয়ে সহযোগিতা করবে। লেন্সের সেন্সরটি আলো, বর্ণ, বর্ণের কাঠামো, বস্তু, মুখাবয়ব, গতি এবং যেকোনো ধরণের ডাটাকে প্রসেসিং এর মাধ্যমে তথ্য রূপান্তর করবে এবং ব্যবহারকারীর কাছে তা পৌছে দিবে।

Related Post

প্যাটেন্টবোল্ট কোম্পানীর মাধ্যমে ২০১২ সালে কপিরাইট আইন অনুসারে গুগল নিজেদের নামে এই স্মার্ট লেন্সটি প্যাটেন্ট করে নেয়। কিন্তু গত সপ্তাহে গুগলের এই প্যাটেন্টের খবরটি প্রকাশ করে প্যাটেন্টবোল্ট। কাকতালীয়ভাবে গুগলের এই প্যাটেন্ট খবরটির প্রকাশের দিন গুগল আনুষ্ঠানিকভাবে গুগল গ্লাসের বিক্রয় শুরু করে যদিও তা সীমিত সময়ের জন্য। একটি গুগল গ্লাসের মালিক হতে হলে আপনাকে গুণতে হবে ১৫০০ মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় যার মূল্য ১২০০০০ টাকা।

তথ্যসূত্রঃ আরটি

This post was last modified on জুন ৩০, ২০২৪ 5:28 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে