দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি দেখা গেছে থ্রিজি আসার পরে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পেয়েছে। এতে অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা গ্রহকদের সাশ্রয়ী রেটে স্মার্টফোন সুবিধা সহ, আরও কিছু সুবিধা দিবে। ফলে সাড়ে ১০ হাজার টাকার জেডটিই’র স্মার্টফোন মাত্র সাড়ে তিন হাজার টাকায় দিচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।
ZTE ব্র্যান্ডের এই স্মার্টফোনটির বাজার মূল্য ১০ হাজার ৩৪৯ টাকা। আর প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে এক গিগাবাইট ডেটাও ফ্রি দিচ্ছে বাংলালিংক। তবে অফারটি সকল গ্রাহক পাচ্ছেন না। এটি পাবেন কেবল বাংলালিংক এর প্রিয়জন প্লেটিনাম, গোল্ড, সিলভার প্যাকেজের আওতায় থাকা গ্রাহকরা। বংলালিংকের ‘প্রিয়জন’ প্লেটিনাম, গোল্ড, সিলভার প্যাকেজে থাকা সদস্যরা এই সুবিধা পাবেন দুটি ভিন্ন দামে। প্লাটিনাম ও গোল্ড প্যাকেজে থাকা সদস্যরা পাবেন এই সুবিধা তিন হাজার টাকায়, তবে সিলভার সদস্যরা চার হাজার ২০০ টাকায় এই হ্যান্ডসেট পাবেন।
বাংলালিংক এর স্পেশাল ZTEV807 অফারটি সারা দেশের বাংলালিংক কাস্টমার কেয়ারে পাওয়া যাবে। বাংলালিংক সিম ব্যবহারকারী সকল ‘প্রিয়জন’ প্যাকেজের গ্রাহকেরা তাঁদের স্ট্যাটাস জানতে *৬০০০# ডায়াল করে নিশ্চিত হতে পারেন অথবা হ্যান্ডসেটটি বাংলালিংক কাস্টমার কেয়ারে নিয়ে গেলে কর্তৃপক্ষ জানিয়ে দেবে স্ট্যাটাস। তবে বাংলালিংকের সঙ্গে সংশ্লিষ্টরা এই অফারটি পাবেন না বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানিটি।
এবার চলুন ZTE-V807 তে কি কি সুবিধা পাচ্ছেন আপনিঃ
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবীন।
ডিসপ্লেঃ এটি ৪ ইঞ্চির টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রীন আর এর স্ক্রীনের পিপিআই হলো ২৩৩।
র্যামঃ ৫১২ মেগাবাইটের র্যাম।
মেমোরীঃ ইন্টারনাল মেমোরী ৪ গিগাবাইট। এছাড়া এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহার করা যাবে।
চিপসেটঃ মিডিয়াটেক MT6577 চিপসেট ব্যবহৃত হয়েছে।
সিপিউঃ ১ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর।
জিপিউঃ PowerVR SGX531u
সেন্সরঃ এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর।
ক্যামেরাঃ ৩.১৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ক্যামেরায় আছে জিও-ট্যাগিং সুবিধা। কোন সেকেন্ডারী ক্যামেরা নেই।
ব্যাটারীঃ ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।
সিমঃ ডুয়েল সিম।
অন্যান্যঃ এছাড়া জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই প্রভৃতি
এবার চলুন জেনে নেয়া যাক এই ফোনের ভালো-মন্দ
আপনি যদি পুরোনো এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, কিংবা আপনার এন্ড্রয়েড ফোনে বিভিন্ন হাই-কনফিগারেশন অ্যাপ ব্যবহারের চিন্তা থাকে তবে আপনার জন্য এই ফোন যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে। এর ১৬০০ এমএএইচ ব্যাটারি ৩জি নেটওয়ার্কে খুব দ্রুতই নিঃস্ব হয়ে যেতে পারে, যেক্ষেত্রে আপনাকে সবসময়ই পাওয়ার সোর্সের ধারেকাছে থাকতে হবে। ফোনটির ক্যামেরা আপনাকে বেশ ভালোভাবেই হতাশ করবে। কেননা, এতে রেয়ার ক্যামেরা হিসেবে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু সামনে কোনো ক্যামেরা নেই। ফলে আপনি এই ফোন দিয়ে কোনো ভিডিও কল কিংবা স্কাইপ ভিডিও কল করতে পারবেন না। এছাড়াও এর স্বল্প র্যাম দিয়ে আপনি উন্নত সব এন্ড্রয়েড জেলি বিন অ্যাপ ব্যবহারে বিড়ম্বনায় পড়বেন, ফোন হবে ধীর এতে বিরক্তি চরম পর্যায়ে যাবে।
এবার জেনে নেয়া যাক আপনি কেনো কিনবেন এই ফোন!
প্রায় ১০ হাজার টাকার ফোন বাংলালিংক দিচ্ছে মাত্র ৩ হাজার টাকায়, দামের দিক দিয়ে নিঃসন্দেহে এটি সাশ্রয়ী। আপনি যদি এই দামে কোনও ফিচার ফোন কিনতে চান তবে অবশ্যই এই ক্ষেত্রে ZTEV807 অফারটি আপনার জন্য সোনায় সোহাগা। আপনি যদি মনে করেন সাধারণ কিছু ফিচার ব্যবহার করেই সন্তুষ্ট থাকবেন তবে এই ফোন আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে।
তো আর দেরি কেনো, এখনই দেখুন আপনি সাশ্রয়ী এই ফোনটি পাচ্ছেন কিনা, কারণ বর্তমান বাজারে এটিই সব চেয়ে কম মূল্যের থিজি স্মার্টফোন।
সূত্রঃ বাংলালিংক, জিএসএমএরিনা
This post was last modified on এপ্রিল ২১, ২০১৪ 5:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…