দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে।
ভারতের সাম্প্রদায়িক দল বিজেপির এই শীর্ষ নেতার বরাত দিয়ে শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক সাময়িক প্রসঙ্গ ‘খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে’ এমন শিরোনামে খবর ছাপিয়েছে। সেই খবর বাংলাদেশের কিছু দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে।
দৈনিক সাময়িক প্রসঙ্গ সুব্রাহ্মনিয়ম স্বামী এর যুক্তি দিয়ে জানায়, দেশ ভাগের পর অধুনা বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে। অন্যথায় এসব মুসলমানের সংস্থাপনের জন্য বাংলাদেশকে এক তৃতীয়াংশ ভূখণ্ড জমি ছাড়তে হবে ঢাকাকে।
প্রতিবেদন অনুযায়ী বিজেপি নেতা স্বামীর ভাষ্য, ভারত একটি মডারেট রাষ্ট্র, এখানে যদিও হিন্দুরা সংখ্যায় বেশি তাও সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে। তবে পার্শ্ববর্তী দেশে হিন্দুদের মৌলিক অধিকার পালন করতে দেয়া হয়না, সেখানে ধর্ম পালনে মুসলিমরা বাঁধা দিচ্ছে। তিনি আরও বলেন, সৌদি আরব, কুয়েত, কাতারসহ বিশ্বের যেসব দেশে মুসলমানদের সংখ্যাধিক্য সেখানে হিন্দুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ফলে ভারতকে সীমান্তপার (বাংলাদেশ) অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।
সুব্রাহ্মনিয়ম স্বামী মূলত, বৃটেনের হাউজ অব কমন্সে ১৯৪৭ এর জুনে ভারতের দেশভাগ নিয়ে বিতর্ক এবং ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট এর মৌলিক প্রসঙ্গ টেনে তাত্ত্বিকভাবে বুঝিয়ে দিয়েছেন, মানুষের বোঝা চাপিয়ে দিলে দিতে হবে জমিও।
বাংলাদেশ থেকে জমি কিভাবে নেয়া হবে এমন বিষয়ে স্বামীর প্রস্তাব, খুলনা থেকে সিলেট অবধি সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ফেরত দিক বাংলাদেশ। তিনি এই বিষয় ভবিষ্যতে ভারতের সংসদে উত্থাপন করবেন এবং এই বিষয়ে ভারত সরকারের পরিষ্কার মনোভাব খুব দ্রুত ঢাকা টের পাবে বলে উল্লেখ করেন।
This post was last modified on মে ৬, ২০১৪ 11:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…