বিশ্বের বড় বড় কয়েকটি নদীর দুই রঙের মোহনা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দুই নদীর মিলিত স্থানকে বলা হয় মোহনা। সাধারণত বড় নদীগুলোর ক্ষেত্রে মোহনার মিলিত স্থানটিকে ভালোভাবে বোঝা যায়। কেননা জলস্রোতের পার্থক্য এবং নদীর জলের রঙের কারণে এই মোহনাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমরা পাঠকদের জন্য এমনি কিছু মোহনার কথা তুলে ধরবো।


১. কানাডার থমসন ও ফ্রেসার নদীর মোহনা

থমসন নদীটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম দীর্ঘতম নদী। এছাড়াও এই নদীটি খরস্রোতা এবং দুপাশের গিরিপথ বিশেষভাবে উল্লেখ করার মত। এটি মিলিত হয়েছে ফ্রেসার নদীর সাথে। থমসন নদীর পরিস্কার পানির কারণে এর মোহনা ভালোভাবে বোঝা যায়। কিন্তু ফ্রেসার নদী অতিরিক্ত পলি একে দিয়েছে কর্দমাক্ত পানি।

২. যুক্তরাষ্ট্রের গ্রীন এবং কলোরাডো নদী

Related Post

যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর পানি সাতটি স্টেটের উপর দিয়ে চলে গিয়েছে। এটি তার গিরিপথ এবং খরস্রোতার জন্য বেশি জনপ্রিয়। এটি গ্রীন নদী থেকে অনেক পরিস্কার। অপরদিকে গ্রীন নদী অতিরিক্ত পলি বহন করে যার ফলে এর পানি কর্দমাক্ত। গ্রীন নদী আর কলোরাডো নদী যুক্তরাষ্ট্রের উথাহ অঞ্চলের ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্কে মিলিত হয়েছে।

৩. ভারতের আলোকনন্দা ও ভাগীরথী নদীর মিলিতস্থল

আলোকনন্দা এবং ভাগীরথী নদী দুটোই উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে, এই নদী দুটোর জল হিন্দু ধর্মালম্বীদের নিকট বিশেষ তাৎপর্য বহন করে। আলোকনন্দা নদী ভাগীরথী নদীর সাথে মিলিত হওয়ার সময় ১১৪ মাইল পাড়ি দেয় আলোকনন্দা উপত্যকা থেকে।

৪. মিসিসিপি ও ওহিও নদীর মোহনা

মিসিসিপি বিশ্বের দীর্ঘতম নদী যা বিস্তৃত হয়েছে মিনোসোটা থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত, এর পানিতে রয়েছে একটি লাল সবুজের মিশ্রণ। ওহিও নদী হলো মিসিসিপি নদীর একটি উপনদী।

৫. জায়লিং এবং হোয়াংহো নদী নদীর মিলিতস্থল

জায়লিং নদী হলো চীনের সবচেয়ে সর্পিলাকার নদী। এটি জেলেদের নিকট বিশেষভাবে জনপ্রিয় কেননা জেলেদের একটি বড় অংশ এখানে মাছ ধরে। এটি হোয়াংহো নদী থেকে পরিস্কার। হোয়াংহো হলো এশিয়ার দীর্ঘতম নদী। জায়লিং এবং হোয়াংহো নদীর মিলিতস্থলটি বৌদ্ধ জনগোষ্ঠীর নিকট বিশেষভাবে উল্লেখযোগ্য।

৬. জার্মানীর মোসেল এবং রাইন নদীর মোহনা

মোসেল প্রবাহিত হয়েছে লুক্সেমবার্গ, ফ্রান্স এবং জার্মানীর উপর দিয়ে। রাইন নদীর সাথে মিলিত হওয়ার আগে এটি পাড়ি দেয় আল্পস পর্বতমালা। ইউরোপে প্রবেশ করে জার্মানীর ভেতর এটি রাইন নদীর সাথে মিলিত হয়। রাইন নদী বিশেষভাবে জনপ্রিয় কেননা এটি জার্মানির অন্যতম বাণিজ্যিক নদী।

৭. দ্রাভা এবং দানিয়ুব নদীর মোহনা, ক্রোয়েশিয়া

দানিয়ুব হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী। যা কৃষ্ণসাগর থেকে উৎপত্তি হয়ে দশটি দেশ পাড়ি দিয়ে ক্রোয়েশিয়ায় দ্রাভা নদীর সাথে মিলিত হয়। দ্রাভা ইউরোপের অন্যতম বড় নদী।

৮. রোন এবং আর্ভ নদীর মিলিতস্থল জেনেভা

রোন ইউরোপের অন্যতম বিশেষ বাণিজ্যিক নদী। ইউরোপের বাণিজ্য পরিচালনার একটি বড় অংশই হয়ে থাকে রোন নদীর মধ্য দিয়ে। এটি ফ্রান্স এবং সুইস আল্পস পর্বতের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সাথে মিলিত হয় আর্ভ নদী। আর্ভ নদীর পানি বেশ কর্দমাক্ত, অপরদিকে রোন নদীর পানি সুবজাভ নীল।

আমাদের দেশেও বড় বড় নদীগুলো যেমন পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয় একে অপরের সাথে মিলিত হয়। এই মিলিতস্থলটির পানির রঙের পার্থক্যের কারণে বোঝা যায়।

তথ্যসূত্রঃ আর্থপ্রোম

This post was last modified on আগস্ট ৫, ২০১৪ 5:39 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে