Categories: সাধারণ

নারায়ণগঞ্জে হরতাল চলছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় জেলা আইনজীবী সমিতির ডাকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রিকশা, বাস, ট্রেন সহ কোনোরকম যানবাহন চলাচল করছনা।


(ফাইল ছবি)

রোববার ভোর থেকে হরতালের সমর্থনের নগরীতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ১৮ দলীয় জোটসহ বাম দলগুলোর নেতারা। এ সময় তারা খুনীর ফাঁসির দাবিতে স্লোগান দেন। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৭টায় একটি বাস ভাঙচুর করেছে হরতালকারীরা। এছাড়া সকাল ৭টায় শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নূর মসজিদের সামনে একটি বাস (নারায়ণগঞ্জ-ব ০২-০০৭৩) ভাঙচুর করে হরতালকারীরা।

সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ-কমলাপুর রেলপথের চাষাঢ়া এলাকায় রেলপথ অবরোধ করে রাখে তারা। ফলে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ‘সকালে ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে আসলেও হরতাল ও রেলপথ অবরোধের কারণে সেটি আর নারায়ণগঞ্জে আসতে পারেনি।’

হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বস্তরেরর মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। হরতালের সমর্থনে সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীরা সমাবেশ করে।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। কোথাও কন বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে।

Related Post

এদিকে হরতালে স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। মহাসড়কের মৌচাক থেকে সাইনবোর্ড পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের সমর্থকদের হরতালের অংশগ্রহণ করার কথা থাকলেও এখন পর্যন্ত তারা কেউ রাস্তায় নামেনি।

This post was last modified on মে ৪, ২০১৪ 2:06 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে