দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে অনেক সময় বিভিন্ন প্রোফাইল ভিজিটর লিংক বা অ্যাপ দেখা যায়। অনেককেই এসব অ্যাপ ব্যবহার করতে দেখা যায়, তবে আপনার এসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হয়া উচিৎ।
প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারী জানতে আগ্রহী তাদের প্রোফাইলে কে কে ভিজিট করছে। তবে ফেসবুক এমন কোন ব্যবস্থা রাখেনি যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার কোন বন্ধু আপনার প্রোফাইলে ভিজিট করেছে। ফেসবুক ছাড়া কিছু সাইট রয়েছে যারা ব্যবহারকারীদের প্রোফাইল ভিজিটর দেখার সুযোগ দিয়ে থাকে। এ ধরণের একটি সাইট হচ্ছে LinkedIn, যেহেতু LinkedIn একটি পেশাজীবীদের সাইট তাই সেখানে এমন সুবিধা দেয়া হয়।
ফেসবুকে যদিও প্রোফাইল ভিজিটর দেখার সুযোগ নেই, তাও আপনি কিছু থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনার প্রোফাইল ভিজিট কে কে করছে এমন জানতে পারবেন বলে অনেক অ্যাপ দাবি করে। আসলেই কি আপনি জানতে পারেন? নাহ! এমনটা হওয়া সম্ভব নয়। কারণ ফেসবুকের যেখানে এমন কোন ব্যবস্থা নেই সেখানে অন্য কোন অ্যাপ দিয়ে আপনি এই সুবিধা নিতে পারবেন না। এক্ষেত্রে সে সব অ্যাপ দিয়ে আপনার প্রোফাইল লগ ইন করলে আপনি আখের কিছুই পাবেন না। তবে মাঝে দিয়ে আপনার আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এসব অ্যাপ আপনার অনুমতি নিয়েই আপনার প্রোফাইলের সকল তথ্য সংগ্রহ করে। এমনকি আপনার হয়ে বিভিন্ন বন্ধুর টাইমলাইনে, গ্রুপে, পেইজে কমেন্টও করতে পারে।
আজ কাল এমন অনেকেই দেখেছে যে তার বন্ধু আজে বাজে কিছু লিংক বিভিন্ন গ্রুপে, ওয়ালে পোস্ট করছে, এসব লিংক আসলে প্রোফাইল মালিক নিজে পোস্ট দিচ্ছেন না। এক্ষেত্রে তিনি লোভে পড়ে যে সব থার্ড পার্টি অ্যাপ কে নিজের হয় পোস্ট করার অনুমতি দিয়েছেন সেই সব অ্যাপ থেকেই হয়ে যাচ্ছে।
অতএব, প্রোফাইল ভিউজিটির দেখা, ফেসবুকের রঙ পরিবর্তনের চেষ্টা করা, কে কে আনফ্রেন্ড করছে তা দেখা কিংবা অনলাইনে আয় করুন এ জাতীয় লিংক/অ্যাপ থেকে এখনি সাবধান হয়ে যান। তা না হলে লোভে পড়ে আপনার আইডিটি হারাতে হতে পারে। কিংবা বন্ধু মহলে আজেবাজে লিংক শেয়ারের কারণে লজ্জায় পড়তে পারেন।
থার্ড পার্টি অ্যাপ বিষয়ে ফেসবুকের স্টেস্টমেন্ট এখানে দেখুন।
This post was last modified on ফেব্রুয়ারী ১৫, ২০১৫ 6:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…