দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যিকারের মৃত্যু ঘটেছে এক অভিনেতার! আরবের ওই অভিনেতার নাম মাহমুদ আল-শাওয়ালকা।
সংবাদ মাধ্যম জানিয়েছে, এমন ঘটনা সকলকেই হতবাক করেছে। অভিনেতার নাম মাহমুদ আল-শাওয়ালকা মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে বললেন, ‘আমি মারা যাচ্ছি’। পরে দেখা গেলো বাস্তবে এটিই ছিলো তার জীবনের শেষ ডায়ালগ।
খবরে বলা হয়, সম্প্রতি টেলিভিশন সিরিজ ‘ব্লড ব্রাদার্স’এ অভিনয় করতে গিয়ে পান্ডুলিপি অনুসারে সংলাপ না বলে ওই অভিনেতা ‘আমি মারা যাচ্ছি’ সংলাপটি বলেন। আল-শাওয়ালকার মতো এমন অভিজ্ঞ অভিনেতা ভুল সংলাপ কেনো বলছেন ভেবে হতবাক হন সেটে উপস্থিত পরিচালক এবং শিল্পী-কলাকুশলীরা।
প্রকৃতপক্ষে দৃশ্যে ছিল, গুলি লাগার পরে তিনি মারা যাচ্ছেন এমন এক দৃশ্যে অভিনয় করার সময় অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকার সংলাপ বলবেন, ‘আমি চাই- তুমি তোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত কর।’
ওই অভিনেতা অভিনয় করার সময় সত্যিকারে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি এ সময় বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, আমি শিগগিরই মারা যাচ্ছি’। ওই দৃশ্যে অভিনয় করতে করতেই সহকর্মীদের স্তব্ধ করে ক্যামেরার সামনে মৃত্যুবরণ করেন আল-শাওয়ালকা। জর্ডানের রাজধানী আম্মানে নাটকটির ওই দৃশ্যধারণের কাজ চলছিল।
উল্লেখ্য, ৫৫ বছর বয়সী মাহমুদ আল-শাওয়ালকা মধ্যপ্রাচ্যের একজন খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেতা ছিলেন। তার অভিনিত ঐতিহাসিক নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪
This post was last modified on ডিসেম্বর ২১, ২০২২ 11:01 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…