দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০১৪ ব্রাজিল ফুটবল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আরজেন্টিনার কোচ আলেজান্দ্রো স্যাবেইয়ার।
অনেকের আশংকা ছিলো কার্লোস তেভেজকে দলে রাখা হবে কিনা! সেই আশংকাই সত্যি হল। আলেজান্দ্রো স্যাবেইয়ার এর তালিকায় তেভেজের যায়গা হয়নি। তবে দেখা গেছে কিছু নতুন অপ্রত্যাশিত মুখ। নতুনদের মাঝে ফ্রাঙ্কো দি সান্তো, রদ্রিগো পালাসিও এবং হোসে সোসা উল্লেখ করার মত।
মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার ৩০ সদস্যের দলে যারা আছেনঃ
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার ও অগাস্তিন ওরিয়নু।
ডিফেন্ডার: এজিকুয়েল গ্যারে, ফেদেরিকো ফারনান্দেজ, পাবলো জেবালেতা, মার্কোস রোজো, হোসে মারিয়া বাসান্তা, হুগো কাম্পাগরো, নিকোলাস ওতামেদি, মার্টিন ডেমিচালিস, গ্যাব্রিয়েল মার্কাডো ও লিসান্দ্রো লোপেজ।
মিডফিল্ডার: ফারনান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, জাভিয়ের মাসকেরানো, এভার ব্যানেজা, অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি রুদ্রিগেজ, রিকার্ডো আলভারেজ, আগুসতো ফারনান্দেজ, এনজো পেরেজ, হোসে সোসা ও ফাবিয়ান রিনাউদো।
ফরোয়ার্ড: সার্জিয়ো আগুয়েরা, লিওনেল মেসি, গনসালো হিগুয়েন, ইজিকুইল লেভেজ্জি, রদ্রিগো পালাসিও এবং ফ্রাঙ্কো দি সান্তো।
শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলবে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের সঙ্গে।
সূত্রঃ ডেইলিমেইল