দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুলিশের ওয়েবসাইটের খবরটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ‘মিথ্যাচার’ বলার পর শেষ পর্যন্ত ওই খবরটি প্রত্যাহার করে নিয়েছে পুলিশ।
পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত খবরকে মিথ্যাচার বলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শেষ পর্যন্ত পুলিশের ওয়েবসাইট ডিএমপিনিউজ আনুষ্ঠানিকভাবে খবরটি প্রত্যাহার করে নেয়। খবর বাংলাদেশ নিউজ২৪।
‘এবার র্অথ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে http://www.dmpnews.org ওয়েবসাইটে প্রকাশিত হলে ওই খবরটির প্রতিবাদ জানায় র্যাব। র্যাবের মহাপরিচালকের পক্ষে গতকাল সোমবার এই প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান।
সংবাদটিকে উদ্দেশ্যমূলক ও বানোয়াট বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করে র্যাবের পক্ষ থেকে বলা হয়, “একটি সরকারি সংস্থা তথা একটি স্বনামধন্য ও সুনামধন্য আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে অপর একটি বাহিনীর সদস্যদের জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার শুধুমাত্র বাহিনীসমুহের ভাবমূর্তিই ক্ষুন্ন করে না, বাহিনীতে কর্মরত সদস্যদের মনোবল ও কর্মস্পৃহাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও করে। তাছাড়া দায়িত্বশীল কর্মকর্তাদের এহেন কর্মকাণ্ডের কারণে সকলকে বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়।”
র্যাবের ওই প্রতিবাদলিপিতে আরও বলা হয়, “এলিট ফোর্স র্যাবে সব সময় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাবে কর্মরত কোনও সদস্যের বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ পাওয়া গেলে যথাযথ গুরুত্ব দিয়ে প্রচলিত আইনের আওতায় যাচাই-বাছাই করা হয়। এ প্রক্রিয়ায় প্রয়োজনে অনেক সময় র্যাব সদস্যদের এক ইউনিট হতে অন্য ইউনিটে সংযুক্ত/বিযুক্ত করা হয়ে থাকে। র্যাব-৩-এ কর্মরত কিছু সদস্যদের এরকম একটি সংযুক্ত করাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে এরূপ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
এদিকে র্যাবের এই প্রতিবাদ জানানোর পর ডিএমপিনিউজ থেকে ওই সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়। এ বিষয়ে পুলিশের ওয়েব পোর্টালে বলা হয়, “আজ ১৯/০৫/২০১৪ খ্রি. বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজ পোর্টালে- ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ডিএমপি নিউজ পোর্টালের সংবাদ প্রচার নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।”
This post was last modified on মে ২০, ২০১৪ 10:11 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…