দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত প্রায় এক মাস ধরেই চলছে এই অবস্থা। আবহাওয়া অধিদপ্তর জা্নিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, অল্প দু’এক দিনের মধ্যে বৃষ্টির হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়তে পারে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকায় প্রচণ্ড গরম পড়ছে। যে কারণে জনমনে চরম অস্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়ভাবে দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে কিন্তু আগামী দু-চার দিনের মধ্যে দেশে বড় ধরনের বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া অধিদপ্তর মনে করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর সাগরে লঘুচাপ সৃষ্টি হলে অন্যত্র বাতাসের পরিমাণ কমে যায় এটায় স্বাভাবিক। আবার বাতাস কমে গেলে আর্দ্রতার পরিমাণও কমে যায়। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসও কমে গেছে। সে কারণেই অসহনীয় গরম অনুভূত হচ্ছে।
গত সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়- ৪২ দশমিক ৬ ডিগ্রি সিলসিয়াস। এটি গত মাসের সর্বোচ্চ রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২৪ এপ্রিল যশোরের তাপমাত্রা হয়েছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, অপর দিকে রাজশাহী, ঈশ্বরদী, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, মাইজদী কোর্ট ও ফেনী অঞ্চলে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অপর দিকে গতকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা বেশি হওয়ায় প্রচণ্ড গরমে সাধারণ মানুষ অসুস্থ্য হয়ে পড়ছে। বিশেষ করে শিশুরা এই গরমের শিকার হচ্ছে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এমন অবস্থা কাটিয়ে উঠতে বেশি করে বিশুদ্ধ পানি পান করার জন্য বলা হয়েছে। তাছাড়া প্রয়োজন ছাড়া বেশি সময় রোদে না থাকার জন্য বলা হয়েছে। বিশুদ্ধ পানি ও সাথে স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
This post was last modified on মে ২১, ২০১৪ 2:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…