দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের রাজ্যে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে স্যামসাং বাজারে নিয়ে আসছে গ্যালাক্সি নোট ৪। স্যামসাং ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা বাজারে আনছে গ্যালাক্সি এস৫। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের আইফোন ৬ এবং উইন্ডোজ এর সারফেস প্রো সাথে প্রতিযোগিতার স্বার্থেই স্যামসাং আনছে নতুন এই গ্যালাক্সি নোট।
নতুন এই গ্যালাক্সি নোটে কি ধরনের নতুন ফিচার থাকতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ তাদের সারফেস প্রো ৩ এ যেভাবে ১২.১০ ইঞ্চির ডিসপ্লে আনছে তাতে এটি মনে করা যায় গ্যালাক্সি তাদের নোট ৪ এ পূর্বের বড় আকারের ডিসপ্লের চেয়ে বড় আনার চেষ্টা করবে। স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এ ডিসপ্লে পর্দা ছিল ৫.৭ ইঞ্চি। গ্যালাক্সি নোট ৪ এ ডিসপ্লে হতে পারে ৫.৯, এই ডিসপ্লেতে রেজুলেশন হবে ২১৬০ পিক্সেল।
সবচেয়ে আকর্ষণীয় যে ফিচারের সম্ভাবনার কথা প্রযুক্তি বিশেষজ্ঞরা ভাবছেন তা হলো স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৪ এ আনতে পারে ৪ জিবি র্যাম। এটি যদি হয়ে থাকে তবে তা গেমার এবং মাল্টিটাস্কিং ব্যবহারকারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয়। ক্যামেরার ক্ষেত্রেও স্যামসাং গ্যালাক্সি নোটে থাকছে বৈচিত্র্য। এতে থাকবে ২০.৭ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেলের। স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৪ ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে আনছে এক অভূতপূর্ব বিষয়। এই গ্যালাক্সি নোট ৪ ইন্টারনাল স্টোরেজ হতে পারে ১২৮ জিবি।
গ্যালাক্সি নোট ছাড়ার ক্ষেত্রে স্যামসাং এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। তবে স্যামসাং এর পূর্ববর্তী বাজার বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি নোট ৪ বাজারে ছাড়তে পারে। আর এই ক্ষেত্রে বর্তমান বাজারমূল্যে এর দাম হবে ৬৯৯ মার্কিন ডলার বা ৫৫,৯২০ টাকা।