Categories: সাধারণ

প্রশ্ন ফাঁস রোধে প্রতি বোর্ডে আলাদা প্রশ্ন হবে ও দিনে দুটি পরীক্ষা নেয়া হবে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সম্প্রতি সারাদেশে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতি বোর্ডে আলাদা প্রশ্ন এবং প্রত্যেক শিক্ষার্থীর দিনে দুটি করে পরীক্ষা নেওয়ায় সুপারিশ করতে যাচ্ছে এইচএসসির প্রশ্ন ফাঁসের তদন্তে গঠিত কমিটি।


দেশে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক মাসের বেশি সময় ধরে তদন্তের পর কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তবে কে বা কারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তা সনাক্ত করতে পারেনি কমিটি।

মূলত এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরেরদিন সোহরাব হোসাইনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করে এদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে শিক্ষা মন্ত্রণালয়। পরে এই কমিটি সময় বাড়িয়ে এক মাস করে নেয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কমিটিকে প্রশ্ন ফাঁসের অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব পাবলিক পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছিল।

এদিকে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার পর কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব বলেন, “এত দিন ধরে পাবলিক পরীক্ষা নেওয়ার দরকার নেই। আমরা পরীক্ষাগুলো সকাল-বিকাল দুই বেলা নেওয়ার সুপারিশ করবো। তবে এক্ষেত্রে পরীক্ষার সময় সূচি আগে থেকেই জানিয়ে দেয়া হবে।”

Related Post

সুপারিশ অনুযায়ী এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকাল-বিকাল দুটি করে পরীক্ষা রাখা হলেও আলাদা আলাদা প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের দিনে একটি করে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষা-সূচিতে ৩ এপ্রিল থেকে ৫ জুন অর্থাৎ, ৬৪ দিন রাখা হয়েছে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষার জন্য। আর গত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে ৪০ দিনে। এত, দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নেয়াকে প্রশ্নপত্র ফাঁসের পেছনে একটি কারণ বলেই মনে করছেন তদন্ত কমিটি।

এছাড়া কমিটি সুপারিশে জানিয়েছেন, সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রস্নপত্রে পরীক্ষা নেয়া হোক। এতে করে যদিও কোন বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে তবে সারাদেশে তা নিয়ে জটিলতা হবেনা। এছাড়া প্রশ্ন সংরক্ষণের জন্য যে খাম, বা কাগজের প্যাকেট ব্যবহার করা হয় তা আরও নিরাপদ এবং সংরক্ষিত করার সুপারিশ জানানো হয়েছে। তা ছাড়া প্রেস থেকে শুরু করে সংরক্ষণ সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও বাড়াতে বলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। আর যেসব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে না, তার প্রশ্ন বোর্ডভিত্তিক প্রণয়ন করা হয়েছে। এদিকে আগে যেখানে পাবলিক পরীক্ষার জন্য চার সেট প্রশ্ন করা করা হত, এখন সেখানে চার সেট হলেও দুই সেট ছাপানো হয়, বাকি দুই সেট রিজার্ভে রাখা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেসবুকে যারা যারা প্রস্নপত্র আপলোড করেছে তাদের সনাক্ত করতে বিটিআরসিকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

This post was last modified on মে ২৪, ২০১৪ 2:35 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে