আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি: পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ উপস্থিত হবেন প্রায় ৪ হাজার অতিথি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি সমর্থিত নেতা নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশী-বিদেশী প্রায় ৪ হাজার অতিথি।

মাহেন্দ্রক্ষণের নেই আর বেশি দেরি। সময় এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ সোমবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বিভিন্ন শ্রেণী-পেশার প্রভাবশালী এবং খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। সার্কভুক্ত রাষ্ট্র প্রধানদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপান সফরের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Related Post

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৩০ সদস্যের প্রতিনিধি নিয়ে ইতিমধ্যেই নয়াদিল্লিতে হাজির হয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেও এসেছেন ভারতে আমন্ত্রিত হয়ে।

অন্যান্যের মধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। ভারতের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মোদির মা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তবে নির্বাচনী প্রচারের সময় মোদির কড়া সমালোচনাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানা যায়।

This post was last modified on মে ২৬, ২০১৪ 5:12 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে