মোদিসহ ৪৪ মন্ত্রীর শপথ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাত্রা শুরু

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোরদাস মোদী। গতকাল সোমবার ভারতীয় স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন।

ওই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীসহ তাঁর সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান অথবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনসহ আমন্ত্রিত বিশ্ব নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক মন্ত্রী, রাজনীতিকরা, রূপালি পর্দার কলাকুশলী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব মিলিয়ে প্রায় ৪ হাজার অথিতি ওই অনুষ্ঠানে যো্গ দেন।

ভারতের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শপথ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

Related Post

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদী তাঁর প্রথম বার্তায়- সবাইকে সঙ্গে নিয়ে গৌরবময় এক ভারতের পান্ডুলিপি লেখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজেপির নির্বাচনী ইশতেহারে ছোট সরকার এবং সুশাসন নিশ্চিতে বেশি জোর দেয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা রক্ষার প্রত্যায় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির শপথের পর বিজেপি সভাপতি রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ছাড়াও গতকাল শপথ নিয়েছেন ৪৪জন মন্ত্রী।

This post was last modified on মে ২৭, ২০১৪ 11:39 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে