বিবাহিতদের জন্যঃ যেভাবে বুঝবেন দাম্পত্য জীবনে আপনি সুখী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নারী পুরুষের একসাথে বসবাস, তাই দাম্পত্য জীবন। সুখের জন্য বিবাহ হলেও সবাই কি সুখী? স্বামী স্ত্রীর মাঝে কিছু রসায়ন কাজ করে যার উপর দাম্পত্য জীবনের সুখ নির্ভর করে। তবে আগে বুঝতে হবে দাম্পত্য জীবন সুখের হচ্ছে কিনা, হলেও কতটা। পাঁচটি বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে এটি।


অবশ্যই দাম্পত্য জীবনে সুখের মূল ভিত্তি একে অন্যের প্রতি ভালবাসা। যে যুগলের ভালবাসা যত গভীর তারা ততই সুখী। বাধা বিপত্তি, ঝগড়া ঝাটি হবেই। তবে তার সাথে সাথেই থাকবে সুখ। চলুন দেখে নিই, সুখী দম্পতি কি কি করে। অতঃপর আপনি মিলিয়ে দেখুন, আপনি কি কি করেন, আপনার দাম্পত্য জীবন কি সুখের? যদি হয় তবে আপনাকে মোবারকবাদ। আর যদি বৈশিষ্ট্যগুলো না থাকে তবে চেষ্টা করুন এগুলো করতে।

সকালের স্নিগ্ধতায় যুগলের চা পান করাঃ

যে যুগল প্রতিদিন সকালে একসাথে চা অথবা কফি পান করে তারা সুখী। খেয়াল করে দেখবেন, চা পানের সময় আমাদের কথাবার্তা সাধারণের চেয়ে ভিন্নতর হয়। স্বামী স্ত্রী একসাথে চা পান করলে তাদের মধ্যে আবেগঘন কথাবার্তা হওয়াই স্বাভাবিক। আর এতে পরস্পরের প্রতি আন্তরিকতা বাড়বে। ভাল কাটবে সকাল। আর সকালটা মধুর হলে সারা দিন ভাল কাটতেই হবে।

রাতে মৃদু আলোয় আলোকিত থাকাঃ

সুখী দম্পতি রাতে তাদের ডিম লাইট জ্বালিয়ে রাখে। একজন অন্যজনকে জড়িয়ে ধরে নানান ধরনের গল্প করে। বলার সময় অন্যজনের ভাব বুঝার জন্যই এই মৃদু আলোর আয়োজন। আর যদি প্রেম উথলিয়ে উঠে তবে কে চাইবে অন্যজনকে না দেখে থাকতে। আর আলো আঁধারি মিলে মিশে চমৎকার পরিবেশ তৈরি করে যা কিছুটা রহস্যে ঘিরে দেয় তাদের। যদি পরিবেশটা কল্পনা করতে পারেন তাহলেই বুঝবেন কেন তারা সুখী।

Related Post

একে অন্যের সাথে খুনসুটিঃ

দাম্পত্য জীবনে একে অন্যের সাথে খুনসুটি, মজা করলে বুঝতে হবে তারা সুখী। এটা অনেকটা ভালবাসার বহিঃপ্রকাশ। যাহাকে ভালবাসিলাম তাহাকে বুঝিতে দিতে বাধা কোথায়? এতে তাদের মধ্যে দূরত্ব কমে। একে অন্যের অনেক কাছাকাছি আসে। যেখান থেকে যেকোন বিষয় শেয়ার করা যায়।

একসাথে নীড় সাজানোঃ

যেসব দম্পতি একসাথে বাড়ি সাজানোর বিভিন্ন পরিকল্পনা করে তারা সুখী। যথেষ্ট আন্তরিকতা আর বোঝাপড়া না থাকলে আদো এটি সম্ভব নয়। তাহাদের মনের মিল তো কাজেরও মিল। এক্ষেত্রে আরো বেশি সময় একসাথে থাকা হয়। সম্পর্ক গাঢ় হয়।

ভালবাসায় সাজানো বাগানঃ

সুখী দম্পতির একটি বাগান থাকবে। সবারই যে থাকবে এমনটা নয়, তবে যাদের থাকবে তারা অবশ্যই সুখী। এই বাগানে তারা পরস্পর সময় কাটাবে। বিয়ের পরে প্রেম যাকে বলে আরকি। বিবাহিত জীবনে পার্কে বসে প্রেম করার স্বাদ যারা নিবে তারা সুখী না হলে কারা সুখী?

‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এর দিন শেষ। পরস্পরের প্রতি ভালবাসা, আবেগ আর আন্তরিকতা সুখ এনে দিবে। দুজনকেই এর জন্য প্রয়াস চালাতে হবে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর যে ভালবাসা পেলেন তা আপনার জীবনকে অন্যরকম আলোকিত করবে।

This post was last modified on আগস্ট ৩১, ২০১৪ 10:01 পূর্বাহ্ন

A. B. M. Noorullah

Recent Posts

নেতার ইলেকট্রিক গাড়ি শেষ পর্যন্ত দড়ি দিয়ে টেনে নিয়ে গেলো গরু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…

% দিন আগে

শীতার্তদের পাশে দাঁড়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…

% দিন আগে

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে