দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড় মানে বেশি কিছু এই মতবাদে বিশ্বাস করে স্যামসাং বাজারে এনেছে বড় স্ক্রীণের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ডব্লিউ। এটি এই পর্যন্ত স্যামসাং এর সবচেয়ে বড় ফোন। এটি দেখতে অনেকটা ট্যাবলেট পিসির মতো মনে হলেও এটি দ্বারা কল করা যায়। এর সবচেয়ে বড় চমকটি হলো এতে ব্যবহার করা হয়েছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি।
বর্তমানে এই সেটটি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় পাওয়া যাচ্ছে। সাত ইঞ্চির এই গ্যালাক্সি ডব্লিউতে দৃষ্টিকোণ অনুপাতটি ১৬ঃ ৯ তে বিভক্ত করা হয়েছে, এর রেজুলেশন ১২৮০*৭২০। এর পেছনের দিকে ফ্লক্স লেদার ইফেক্ট ব্যবহার করা হয়েছে। যা প্রথম দেখা গিয়েছিল গ্যালাক্সি নোট ৩ তেও। এই লেদারগুলোর রঙ কালো, সাদা এবং লাল। স্যামসাং গ্যালাক্সি ডব্লিউতে আরো অনেকগুলো ফিচার রয়েছে যা গ্যালাক্সি নোটে ব্যবহার করা হয়েছিল। তারমধ্যে রয়েছে স্প্লিট স্ক্রীণ ইফেক্ট, পপ-আপ ভিডিও এবং অন্য মাল্টি টাস্কিং অপশন যার মাধ্যমে পাশাপাশি দুটি অ্যাপকে চালানো যায়।
এর অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ ফিচারগুলো হলো এতে ব্যবহার করা হয়েছে ১.২৫ গিগাহার্জের প্রসেসর, ১.৫ জিবি র্যাম। আর এর ইন্টারনাল মেমরি হলো ১৬ জিবি। এছাড়াও এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর এই বড় স্ক্রিণের জন্য ব্যবহার করা হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী। কিন্তু মজার বিষয়টি হলো এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম। কিন্তু বাজারে আসন্ন গ্যালাক্সি এস৫ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ অপারেটিং সিস্টেম।
স্যামসাং এর দাম নির্ধারণ করেছে $৪৯০ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য ৩৮,২২০ টাকা। স্যামসাং এই বছর আরো কিছু চমক নিয়ে আসার চিন্তা করছে তার মধ্যে রয়েছে এই বছরের শেষের দিকে তারা রাশিয়ায় ছাড়ছে তাদের প্রথম নিজেদের অপারেটিং সিস্টেম তাইজেন স্মার্টফোন। স্যামসাং দাবি করছে তাইজেন দিয়ে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে লড়াই করবে।
তথ্যসূত্রঃ সিনেট