ভালোবাসার জন্য কেমন মানুষ চাই?

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রতিটি ভালবাসার সম্পর্কে এমন একটি রোমাঞ্চকর কিংবা চমকপ্রদ বিষয় থাকে যা তাদের ভালবাসার মধ্যে ভিন্নতা আনয়ন করে। ঠিক তেমনি বিপরীত কিছু বিষয় থেকে থাকে যা একসময় তাদের দূরে সরিয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, সাতটি অনন্য গুণের অধিকারী মানুষদের ভালবাসার সম্পর্কটি অনেক চমকপ্রদ হয়ে থাকে।


১. যে সকল ব্যক্তি তাদের অতীত দ্বারা নির্ধারিত হয় না

আপনি হয়তো এই ভেবে ভয় পেতে পারেন যে, আপনার পরিবারের ইতিহাসে ভালবাসার সম্পর্ক হয়নি কিংবা তাদের মধ্যে এটি টিকেনি। কিংবা আপনি হয়তো তাদের মতো চমৎকার কোন বন্ধন করতে পারবেন না। আপনাকে একটি বিষয় অবশ্যই স্বীকার করতে হবে যে, আপনি নিজেও কিন্তু আলাদা একটি ব্যক্তিসত্তা। আপনার ভাগ্য নির্ধারিত হবে আপনার কর্মফলের মাধ্যমে। আপনার জীবনটা আপনাকেই চালাতে সেক্ষেত্রে আপনার অতীত আপনাকে নির্ধারিত করে না। তাই আপনার ভালবাসার সম্পর্কটি টিকে থাকবে আপনারই হাত ধরে।

২. যে সকল মানুষ বিশুদ্ধ

যে সকল মানুষ গভীরভাবে কিংবা আত্মিকভাবে তাদের সম্পর্কটিকে ভালবাসে তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। কেননা এই সম্পর্কের ক্ষেত্রে তারা বিশুদ্ধ। একটি সত্য সম্পর্ক তাই যেখানে একে অপরের মাঝে থাকে না কোন মিথ্যা কিংবা কোন গোপন কিছু।

৩. যারা আত্মবিশ্বাসী

যে সকল সম্পর্কের ক্ষেত্রে তাদের সঙ্গীরা নিজেদের উপর এই আত্মবিশ্বাস ধারণ করতে পারে যে, তারা একে অপরকে ছেড়ে যাবে না। সেই সকল সম্পর্ক ভেঙ্গে পড়া অনেক দুরহ। কিন্তু আপনি যদি একটি সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র আপনার সঙ্গীর উপর নির্ভর করে থাকেন তবে এই সম্পর্ক টিকিয়ে রাখাটা বেশ কষ্টকর হবে।

৪. যারা তাদের সঙ্গীদের অনুপ্রেরিত করে

অনুপ্রেরণা আর পরিবর্তন করার মধ্যে রয়েছে পার্থক্য। আপনি চাইলেই কাউকে পরিবর্তিত করতে পারবেন না। কখনো কখনো এটি সম্পর্কের ফাটলের কারণ হয়ে থাকে। কেননা প্রত্যেকের আলাদা ব্যক্তিসত্তা আছে। কিন্তু আপনি কাউকে অনুপ্রেরিত করতে পারেন।

Related Post

৫. যারা অন্যকে মনস্তাত্ত্বিক আঘাত করে না

খোঁচা দিয়ে কথা বলা অনেকের মধ্যে এই অভ্যাসটি রয়েছে। কিন্তু আপনি যদি আপনার ভালবাসার সম্পর্কটিকে আরো ভালোভাবে টিকিয়ে রাখতে চান তবে এই বদঅভ্যাসটি ত্যাগ করুন।

৬. যারা উৎসর্গ নয় বরং মনের ইচ্ছেতেই করে থাকে

আপনার অফিসের ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে, কিংবা নিজের বন্ধুদের জন্য রাখা সময় থেকে একটু সময় বের করে আপনার ভালবাসার মানুষটির জন্য সময় বের করলেন তা যেন তার জন্য উৎসর্গকৃত না হয়ে বরং আপনার মনের ইচ্ছেতেই হয়ে থাকে। বিসর্জন ভালবাসার অন্যতম শর্ত কিন্তু তার পাশাপাশি মনের ইচ্ছেতেই ভালবাসার মানুষটির জন্য কিছু করার চেয়ে আনন্দকর আর কিছু নেই।

৭. যারা ভালোবাসার মানুষটিকে হাসিখুশি রাখে

আপনি কিন্তু আপনার ভালবাসার মানুষের জীবনের একটি অংশ। তার হাসিখুশি অনেকটা আপনার সাথে নির্ভরশীল। আপনার হাসি-ঠাট্টা তাকে অনেকটাই প্রভাবিত করে থাকে। তার মন খারাপ কিংবা সামান্য বিষাদগ্রস্ত সময়ে আপনার ঠাট্টার ছলে কিছু করা তাকে এই নেতিবাচক সময়গুলো থেকে মুক্তি দিবে।

ভালবাসার সম্পর্কে অনেক কিছুই রয়েছে যা আপনার চলার পথকে অনেকটা পরিবর্তন করে দিবে। সেই চলার পথটা যেন আরো সুন্দর কিংবা স্বাভাবিক হয় সেই লক্ষ্যেই দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য এই গুণাবলীর কথাগুলো তুলে ধরা। এই গুণাবলীগুলো নিজের ভেতর ধারণ করুন দেখবেন আপনার ভালবাসার সম্পর্কটি আরো সুন্দর হয়েছে।

তথ্যসূত্রঃ মাইন্ডবডিগ্রীন

This post was last modified on সেপ্টেম্বর ১১, ২০১৪ 11:31 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

শীতে শিশুদের জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি পেলে কীভাবে সামাল দেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…

% দিন আগে

ইধিকার প্রেমের গুঞ্জন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় ১৫ জন নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্‌যাপনে…

% দিন আগে

বিচিত্র এক উদ্যোগ: জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…

% দিন আগে

সকালের কয়েকটি অভ্যাসে কমে যাবে ক্রনিক অসুখের ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…

% দিন আগে