Categories: সাধারণ

বাজেটের বোঝা জনগণের ঘাড়ে: আরও ২৩ খাতে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এখন থেকে আরও ২৩টি খাতে টিআইএন বাধ্যতামুলক করা হচ্ছে। বাজেট পেশের পর নতুন কিছু বিষয় চলে এসেছে যেগুলো নতুন করে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে।

জানা গেছে, এখন থেকে এক লাখ টাকার বেশি অঙ্কের কোনো চুক্তিনামা করতে হলেই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। এ সনদ ছাড়া উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন কিংবা জাতীয় সংসদ নির্বাচনেও একজন প্রার্থী অংশ নিতে পারবেন না। আবার যারা আগে থেকেই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন অথচ টিআইএন নেই- তাদেরকেও লাইসেন্স নবায়নের আগেই টিআইএন নিয়ে জমা দিতে হবে।

পণ্য সরবরাহের ঠিকাদারি কিংবা ব্যাংক থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও টিআইএন থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। এভাবেই জবরদোস্ত টিআইএনধারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে ২০১৪-১৫ নতুন অর্থবছরজুড়ে।

Related Post

জানা যায়, আগের বাজেটগুলোতে যেসব খাতে টিআইএন ব্যবহার বাধ্যতামূলক ছিল সেগুলোর সঙ্গে এবার নতুন আরও ২৩ খাতেে টিআইএন সংযুক্ত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা বলেছেন, নতুন অর্থবছরে জোর করে টিআইএন সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এরমধ্যে রয়েছে- আমদানির এলসি খোলা, আমদানি নিবন্ধন সনদ নেওয়া, সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স নবায়ন করা বা যে কোনো ধরনের পণ্য এবং সেবা সরবরাহের দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে টিআইএন থাকতে হবে।

জানা যায়, নতুন অর্থবছরে সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে নিবন্ধন নেয়া বা তালিকাভুক্ত হওয়া কিংবা সিটি করপোরেশন এবং জেলা সদর পৌরসভা এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনা এবং এক লাখ টাকার অতিরিক্ত যে কোনো চুক্তিনামা সইয়ের জন্য টিআইএন থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

আবার নির্বাচনে আগ্রহী রাজনীতিবিদদেরও টিআইএন থাকা বাধ্যতামূলক করা হচ্ছে নতুন বাজেটে। উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্খীকে টিআইএন নম্বর দিতে হবে।

এ ছাড়া অন্যান্য মাধ্যমে টিআইএন:

গাড়ি, জিপ ও মাইক্রোবাসের নিবন্ধন এবং ফিটনেস নবায়ন ও মালিকানা পরিবর্তন, কোনো বাণিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে এখন থেকে টিআইএন অবশ্যই থাকতে হবে। আবার ক্রেডিট কার্ড নেওয়া, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী এবং আয়কর আইনজীবিদের ব্যবহারিক অনুমোদন সনদ (প্র্যাকটিসিং লাইসেন্স) পেতে হলেও অবশ্যই টিআইএন থাকতে হবে। টেলিফোনে আইএসডি সংযোগ নেওয়া, কোনো কোম্পানীর পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হওয়া, নিকাহ রেজিস্ট্রারের সনদ নেওয়া এমনকি কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ নবায়ন করার ক্ষেত্রেও এখন থেকে টিআইএন থাকা বাধ্যতামূলক হবে। এমন আরও বেশ কিছু বিষয়ের ওপর টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে।

ছবি: democraticbudget.wordpress.com এর সৌজন্যে

This post was last modified on জুন ৭, ২০১৪ 1:31 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে