Categories: সাধারণ

অপহৃত শিশু পরাগ মন্ডলকে কেরানিগঞ্জের আটি থেকে উদ্ধার ॥ ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার কথা বলেছে অপহৃতের পরিবার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ছাড়া পেল অপহৃত ৬ বছরের শিশু পরাগ মণ্ডল। গতকাল ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আঁটিবাজার মিল এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। খবর বাংলাদেশ নিউজ২৪ডট কমের।

সূত্র জানান, অপহরণকারীরা প্রথমে মুক্তিপণ হিসেবে ২ কোটি টাকা দাবি করলেও ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শিশু পরাগ মণ্ডলকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্কয়ার হাসপাতালে উপস্থিত পরাগের বাবার বন্ধু সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মঙ্গলবার সন্ধ্যায় পরাগের বাবাকে ফোন করে জানায় যে, পরাগকে সাভারের আমিনবাজারে রাখা হয়েছে। এ সময় তারা মুক্তিপণ হিসেবে ২ কোটি টাকা দাবি করে। এরপর তিনি তা পুলিশকে জানালে অভিযানে নামে পুলিশ।

অন্য একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যার পর মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দেওয়ার পর পরাগের বাবাকে ফোনে জানানো হয় যে, কেরাণীগঞ্জের আটিপাড়া এলাকায় পরাগকে পাওয়া যেতে পারে।
এর মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে আটিপাড়ার একটি দোকানের সামনে অন্ধকার এলাকায় পরাগকে রেখে যায় অপহরণকারীরা।

এদিকে, পরাগের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, পরাগকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল। সে কারণে, তার মধ্যে ঝিমুনিভাব লক্ষ করা গেছে। এর পরই তাকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে পরাগের মা-বাবা, আত্মীয়-স্বজন, পুলিশ, র‌্যাব, গণমাধ্যমকর্মী উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের এই শিশুকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ওই দিন অপহরণকারীদের গুলিতে আহত হন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলাম (৩৫)।

This post was last modified on নভেম্বর ১৪, ২০১২ 1:34 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খাওয়া কমালেই কী ইউরিক অ্যাসিড কমে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাওয়া কমালেই যে ইউরিক অ্যাসিড কমে যাবে তা কিন্তু নয়।…

% দিন আগে

যেসব অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আমাদের সাবধান হতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যথাযথ সোর্স যাচাই না করে ফোনে হুটহাট অ্যাপ ডাউনলোড করে…

% দিন আগে

পাঁচ নায়িকা এবং বলিউডের অন্যতম কমেডি সিনেমা ‘হাউসফুল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের অন্যতম কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই উঠে আসে ‘হাউসফুল’-এর…

% দিন আগে

ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা হয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সময় হওয়া গোলাগুলির…

% দিন আগে

পানিতে নেমে শিকার! জাগুয়ারের শক্তির সামনে পাত্তাই পেলো না শক্তিশালী কুমির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে জাগুয়ারের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর…

% দিন আগে

সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১ আশ্বিন ১৪৩১…

% দিন আগে