দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌসুম ফল লিচুর প্রতি শিশুরা বেশি আকৃষ্ট হয় এটিই স্বাভাবিক। কিন্তু এই লিচু যখন প্রাণঘাতীতে পরিণত হয় তখন সেটিকে মেনে নেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। ভারতে এমনই ঘটনা ঘটেছে। প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত লিচু খেয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত লিচু খেয়ে অন্তত ৭ শিশু মারা গেছে। লিচুগুলো পরীক্ষা করে অজ্ঞাত ওই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। সংবাদ মাধ্যম বলেছে, ‘লিচু সিনড্রোম’ নামে পরিচিত এই সংক্রমণ ভাইরাস আক্রান্ত লিচু খেলে হয়। এসব লিচু খাওয়ার পরপরই এগুলো খাওয়া ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে ওঠে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার মারা যাওয়া ৭ শিশুর বয়স ২ থেকে ৪ বছর বলে জানা গেছে। লিচু খাওয়ার পরেই তাদের শারীরিক অবস্থার অবণতি ঘটলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাঁচানো যায়নি।
সংবাদ মাধ্যম আরও বলেছে, চলতি বছর মালদায় ফলন ভালো হওয়ায় লিচুর মূল্য অনেক কমে গেছে। এতে করে সাধারণ জনগণ লিচু লিচুর প্রতি বেশি ঝুঁকে পড়ছেন।
বৈজ্ঞানিক পরীক্ষার পর দেখা যায়, এইসব লিচু থেকে দেহে প্রবেশ করা ভাইরাস মাথায় চলে গিয়ে মস্তিষ্কে ক্ষরণ ঘটায়। এতে করে মাথা ফুলে যায় এবং সে কারণে আক্রান্তের মৃত্যু ঘটে।
উল্লেখ্য, আমাদের দেশেও সাম্প্রতিক সময়ে আম, কাঠাল, লিচু ও তরমুজ ইত্যাদি ফলে ফরমালিনসহ ক্ষতিকর মেডিসিন ব্যবহার করার ফলে মানবদেহেক নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এ বছর কুষ্টিয়াতে তরমুজ খেয়ে মৃত্যু ঘটেছে বেশ কয়েক জনের।