দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষটিকে অনেক ভালোবাসেন। তার বিরুদ্ধে আপনার তেমন কোন অভিযোগ নেই। কিন্তু একটু ভালোভাবে বিচার করে দেখুন তো আপনার ভালোবাসার মানুষটিকে একাই ভালোবেসে যাচ্ছেন কিনা। এক পেশে ভালোবাসা আপনার জন্য হয়তো কষ্ট ছাড়া আর কিছুই আনতে পারবে না। চলুন দেখে নেওয়া কতগুলো বিষয় যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমটি একপাক্ষিক নাকি দ্বিপাক্ষিক।
১. দিনের প্রথম দেখার শুরতেই কথা না বলা
আপনার ভালবাসাটি যে একপাক্ষিক তার প্রথম প্রমাণ আপনি পাবেন এখান থেকে। ধরা যাক আপনার সাথে আপনার পছন্দের মানুষটির কয়েকদিন পর দেখা কিন্তু কুশলাদি বিনিময়ের জন্য আপনাকেই কথা শুরু করতে হলো। আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষটির কাছাকাছি থাকতে চাচ্ছেন, তার কথা শুনতে চাচ্ছেন আপনার ভেতরের কথা তাকে বলতে চাচ্ছেন। কিন্তু তিনি আপনাকে এড়িয়ে চলতে চাচ্ছে এবং আপনার বিভিন্ন প্রশ্নে বিরুপ মন্তব্য করতে চাচ্ছে। বিষয়টিকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করুন তিনি আসলে আপনার সান্নিধ্য চাচ্ছেন না। তাই প্রতিদিন আপনাকেই কথা বলা শুরু করতে হয়। এই ভালবাসার ক্ষেত্রে আপনার জন্য কষ্টই বয়ে আনবে।
২. আপনার সাথে বেড়াতে যেতে অনীহা
এটি আরেকটি বড় লক্ষণ যে, আপনার প্রেমটি একপাক্ষিক। আপনার পছন্দের মানুষটি তার বন্ধুদের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যান। তাই আপনি হয়তো সারা সপ্তাহ ধরে একটি পরিকল্পনা করলেন আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। প্রস্তাব করার সাথে সাথে নেতিবাচক উত্তর যে, তিনি আপনার সাথে বেড়াতে যেতে চাচ্ছেন না। তার মধ্যে আপনার সাথে ঘুরতে যাওয়ার তেমন কোন আগ্রহ নেই। এমন অবস্থায় বুঝে নেবেন আপনি আসলে তাকে যতটা আপন করে চাচ্ছেন তিনি ঠিক ততটা নয়। আপনার এই ভালোবাসাটি আসলে একপেশে ভালোবাসা।
৩. অন্যরা যখন আপনার চেয়েও গুরুত্বপূর্ণ
আপনার এই গুরুত্বহীনতা আপনার কাছে কষ্টের কারণ হতেই পারে। কিন্তু আপনার পছন্দের মানুষটির কাছে নয়। কারণ আপনার এই ভালবাসাটি একপার্শ্বিক। তাই আপনার মনের মানুষটি প্রায় সময়ই আপনার কথা বিবেচনা না করে বাইরে ঘুরতে বেড়িয়ে যান তার অন্য বন্ধুদের সাথে কিংবা দেখা গেল আপনার বেড়াতে যাওয়ার অনুরোধটি ত্যাগ করে সে অন্যদের সাথে ঠিকই বেড়াতে চলে গেল। এই ক্ষেত্রে আপনার কষ্ট লাগাটা স্বাভাবিক কিন্তু বিষয়টি আপনি যদি আরো গভীরভাবে বিবেচনা করেন তা আসলে আপনার একপেশে ভালোবাসার জন্যই তৈরি হয়েছে। এই ক্ষেত্রে বড় কোন মানসিক ধাক্কার আগেই আপনি এই প্রেম থেকে সরে আসা উচিত।
৪. আপনার সাথে কথা কম বলা
আপনার সাথে ভালোবাসার মানুষটির দেখা হওয়ার পর আপনার স্বাভাবিকভাবেই কথা বলতে ইচ্ছে করবে। তার সাথে কিছুক্ষণ সময় আলাদাভাবে কাটাতে ইচ্ছে করবে। কিন্তু কতগুলো বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার সান্নিধ্য তার কাছে আলাদা কোন অর্থ বহন করছে না। প্রথমত তিনি যদি কথা কম বলেন আর আপনি কথা বলেই যাচ্ছেন। আর দ্বিতীয়ত তিনি আপনার কথা তেমন মনোযোগ দিয়ে শুনছেন না। তবে আপনাকে এই সিধান্তে আসতেই হবে যে আপনার এই ভালবাসায় আপনিই শুধু একাই ভালোবেসে যাচ্ছেন।
উপরের এই বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনাদের ভালোবাসার সম্পর্কটি আসলে একপেশে, এই ক্ষেত্রে আপনি আসলে একাই ভালোবেসে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে যে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। জীবন থেমে থাকে না। আপনার জীবনও থেমে থাকবে না।
This post was last modified on জুলাই ৩১, ২০১৪ 5:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৫ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছু নিয়ম মেনে যোগাসন করলেই পাওয়া যাবে ফল। শরীর চাঙ্গা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আজ (শনিবার)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজেট-বান্ধব ব্যবহারকারীদের জন্য আধুনিক প্রযুক্তি এবং সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুনা খান। বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের সুশীল সমাজ। প্রতিবেশী…