দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিল বিশ্বকাপের ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম খেলায় রাতে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্স আপ নেদারল্যান্ডস। ম্যাচটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলেই সবাই ধারণা করছে।
রাত ১টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দুই দলের ইতিহাস দেখলে অবশ্য দেখা যায় সমানে সমান। ফুটবলের পরাশক্তি এই দল দু’টি এর আগে পরস্পরকে মোকাবিলা করেছে নয় বার। ৪টি করে জয় নিয়ে দুই দলে সমতা বিরাজ করছে।
১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের বিশ্বকাপে ফাইনালে পৌঁছে নিজেদের যথেষ্ট শক্তিশালী বলে পরিচয় দিয়েছে ডাচরা। তবে, তারা একবারও বিশ্বকাপ জিততে পারেনি। অপরদিকে শক্তির বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে স্পেন। আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও সেস ফ্যাব্রিগাসের মতো তারকারা খেলবেন স্পেনের হয়ে। এছাড়া ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়ার সঙ্গে স্প্যানিসদের স্ট্রাইকিংয়ে যোগ হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো দিয়েগো কস্তা তো থাকছেন।
অন্যদিকে নেদারল্যান্ডস দলে থাকবেন ওয়েসলি স্নেইডার, রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেনের মতো বিশ্বসেরা ফুটবলাররা। নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সি গায়ে অধিনায়ক পার্সি ৮৪ ম্যাচে করেছেন ৪৩ গোল। বাছাই পর্বে একাধিক ম্যাচে তার গোলেই জয় পেয়েছে ডাচরা।
এদিকে আজকে রাতে এই ম্যাচ সহ মোট ৩টি ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে মেক্সিকো বনাম আফ্রিকান সিংহ ক্যামেরুন এর ম্যাচ। এই ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা কাজ করবে কারণ মেক্সিকোকে সহজে ছাড় দিবে বলে মনে হয়না আফ্রিকান অদম্য সিংহ ক্যামেরুন!
রাতের অপর ম্যাচে মুখোমুখি হবে চিলি এবং অস্ট্রেলিয়া, এই ম্যাচ নিয়ে এশিয়ানদের আগ্রহ থাকবে কারণ অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের হয়েই মাঠে নামছে। অপরদিকে চিলি কিন্তু অস্ট্রেলিয়ার সামনে কঠিন এক প্রতিরোধের দেয়াল!
This post was last modified on জুন ১৫, ২০১৪ 4:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…