দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৪ বছর অভিনয়ের বিরতি দিয়ে এবারের ঈদের নাটকে অভিনয় করলেন চাঁদনী। খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ডোন্ট মাইন্ড আব্বা’ নাটকে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘদিন পর নাটক প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছি। ৪ বছর আগেও ঈদের জন্য নির্মিত নাটক ‘নিজস্ব সম্পত্তি’তেও আমার সঙ্গে ছিলেন মোশাররফ করিম। ওই নাটকটি পরিচালনা করেছিলেন মাসুদ সেজান। ৪ বছর ধরে নানা কারণে অভিনয় করা হয়নি। তবে নাচ আমার বেশি প্রিয় তাই আমি নাচ চালিয়ে গেছি। এবার আরটিভি অ্যাওয়ার্ডে ‘সেরা নৃত্যশিল্পী’ হিসেবে পুরস্কারও পেয়েছি।’ ‘ডোন্ট মাইন্ড আব্বা’ নাটকে চাঁদনী এবং মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, মাসুদ আলী খান প্রমুখ।
এ নাটকের কাহিনী এমন: মোশাররফ করিম অকর্মা। তাই বাবার সঙ্গে এ নিয়ে তার ঝামেলা বেধেই থাকে। ওদিকে সে পছন্দ করে চাঁদনীকে। কোনো কাজ করে না দেখে এখানেও বাধে এক বিপত্তি। সব তালগোল পাকিয়ে যায় এই নাটকে। কিন্তু সালাহউদ্দিন লাভলুর কারণে ঘটনার মোড় হঠাৎ ঘুরে যায়। তবে পুরো ব্যাপারটি বোঝা যাবে ঈদের দিন নাটকটি দেখলে। চ্যানেল আইয়ে ঈদের দিন নাটকটি প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে।