দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দেশে বর্তমানে তরুণদের মধ্যে হলিউডের কিংবা বাইরের মুভিগুলোর দেখার একটি আগ্রহ রয়েছে। কিন্তু বেশিরভাগ মুভি সাইটগুলো থেকে মুভি কিনে নিয়ে দেখতে হয়। যা আমাদের দেশের তরুণদের পক্ষে সম্ভব নয়। আজ আমরা মুভি দেখার জন্য এমন কিছু সাইটের কথা বলবো যেখানে আপনি বিনামূল্যে এইচডি কোয়ালিটির মুভি দেখতে পারবেন।
তবে এই সাইটগুলোতে আপনি মুভি দেখার জন্য আপনার ইন্টারনেট স্পীড ন্যূনতম ৫১২ কেবিপিএস হতে হবে। তাছাড়া অবশ্যই আপনার ডাটা প্যাকেজ আনলিমিটেড হওয়া ভালো কেননা তাতে করে মুভি দেখার পর আপনার কত ডাটা খরচ হয়ে গেল তা নিয়ে আর চিন্তার কিছু থাকবে না। চলুন জেনে নেওয়া যাক সেই সকল ওয়েবসাইট সম্পর্কে।
১. ভিকি.কম
বিদেশী ভাষার সিনেমা এবং টিভি ড্রামাগুলোর ক্ষেত্রে বেশ নামকরা সাইট হলো ভিকি.কম (viki.com)। এখানে বিশেষকরে কোরিয়ান টিভি ড্রামাগুলো বেশি পাওয়া যায়। কোরিয়ান মুভি, হলিউড, বলিউডের মুভিও দেখতে পাবেন এখানে একেবারে বিনামূল্যে আর এইচডি কোয়ালিটির। পাশাপাশি মুভিগুলোর সাবটাইটেলও পাবেন। ফলে মুভি দেখার সময় মুভির ভাষা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। ভিকি.কম সাইটে প্রবেশ করার জন্য ভিজিট করুন এখানে।
২. ওয়াচ ৩২
শুধুমাত্র হলিউডের মুভি দেখার জন্য watch32.com এই সাইটটি সবার সেরা। এই সাইটটি ব্রাউজিং স্পীড বেশ ফাস্ট। সাইটে মুভি দেখতে হলে আপনাকে এই সাইটে সাবস্ক্রাইব হতে হবে। তাছাড়া সাইটের সার্ভার রেসপন্স বেশ দ্রুতগতির। আপনার যদি মোটামুটি মানের একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকে তবে এখানে মুভি দেখতে পারবেন ভালোভাবেই। আপনার কানেকশন স্পিডের উপর ভিত্তি করে সাইটটি আপনাকে কোন ধরনের প্রিন্টের ছবি দেখতে আপনার ভালো হবে তা জানাবে। তো চলুন ঘুরে আসা যাক ওয়াচ৩২।