দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফরমালিন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ফল ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে। আজ রাজধানীতে কোন ফলের দোকান খোলেনি।
গতকাল ভ্রাম্যমাণ আদালত ফরমালিন প্রতিরোধে এক অভিযানে নামে, সেই অভিযানে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এদিকে ব্যবসায়ীরা এসব ফল বায়েয়াপ্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়। ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরা এই কাজটি করেননি। যেখান থেকে ফল কেনা হচ্ছে সেখানে মেশানো হয় ফরমালিন। যে কারণে তাদের কিছুই করার নেই। ফল ব্যবসায়ীরা এই অভিযানকে যুক্তিযুক্ত নয় বলে দাবি করছেন। ব্যবসায়ীরা অভিযানের সময় পুলিশের ওপরও চড়াও হয়।
এদিকে ভোক্তা অধিকারের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসায়ীদের এই বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। খাবারের অযোগ্য ফল তারা কিনে এনে ব্যবসা করবেন আর সেই অনৈতিক কাজের জন্য আইন প্রয়োগ করলে দোষ হবে এটি মেনে নেওয়া যায় না। ভোক্তা অধিকারের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সরকারকে এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হবে না। মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তাদেরকে কোনো রকম ছাড় দিলে এদেশের মানুষ তা মেনে নেবে না।
This post was last modified on জুন ১৯, ২০১৪ 12:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…