দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলে বর্তমানে যে চার-পাঁচ হাজার বাংলাদেশী আছেন তাদের শ’পাঁচেক বাস করেন সাওপাওলোতে। ফুটপাথে কাপড় বিক্রি করেন তারা। এই বিশ্বকাপ উপলক্ষে তাদের দারুণ লাভ হয়েছে ব্রাজিলের জার্সি বিক্রি করে।
ব্রাজিলে বাংলাদেশী ব্যবসায়ীদের একেক জনের গত কয়েক দিনে এক দেড় লাখ টাকা লাভ হয়েছে। প্রচুর জার্সিও সংগ্রহে আছে তাদের আগামীতে বিক্রির জন্য। এদিকে ব্রাজিলে বিশ্বকাপে অন্যান্য দলের থেকে ব্রাজিলের বিজয় কিংবা খেলার দিন ব্যবসা সব চেয়ে বেশি হয় বাঙ্গালীদের। তবে সঙ্কার বিষয় হচ্ছে যদি কোন খেলায় বা গ্রুপ পর্যায়ে ব্রাজিল হেরে যায় তবে ব্যবসা সেভাবে চলবেনা সেখানে। কারণ স্থানীয়রাই সবচেয়ে বেশি নিজ দেশের জার্সি কিনেন। বিদেশিরা নিজেদের দেশের জন্য জার্সি নিজ দেশ থেকেই কিনে আনান। ফলে আশংকা ছিলেন বাংলাদেশী এসব ব্যবসায়ীরা যদি ব্রাজিল হেরে যায় তাহলে জার্সি আর বিক্রি করা যাবে না। সেই টেনশন দূর হয়ে এখন আরো রমরমা ব্যবসায় করছেন বাংলাদেশীরা, কারণ ব্রাজিল এখনো বিশ্বকাপে টিকে আছে।
ক্রোয়েশিয়াকে হারানোর পর শনিবার প্রচুর প্রিয় দলের জার্সি কিনেছেন ব্রাজিলিয়ানরা। আর এতে একেক বাংলাদেশীর শুধু শনিবারই ৫০-৬০ হাজার টাকা লাভ হয়েছে। বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশীরা নিজেরাই এখন জার্সি বানাচ্ছেন। তারা নিজেরাই বাংলাদেশ থেকও জার্সি বানিয়ে নিচ্ছেন।
This post was last modified on জুন ২১, ২০১৪ 4:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি সাধারণত পশুপাখিরা আতশবাজি থেকে দূরে থাকতেই পছন্দ করে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…