দেখে নিন বিশ্বের ছোট কিন্তু সুন্দর কয়েকটি দেশ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীর এতগুলো রাষ্ট্রের মধ্যে কিছু রাষ্ট্র রয়েছে অনেক ছোট আর সুন্দর। এই সকল রাষ্ট্রগুলোর বেশিরভাগই দ্বীপরাষ্ট্র। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো সেই সকল ক্ষুদ্রতম রাষ্ট্রগুলো সম্পর্কে।


ভ্যটিকান সিটি হলো ইতালির ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রধান হলেন পোপ। মূলত এটি সারাবিশ্বের রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সদর দপ্তর হিসেবে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ যার আয়তন মাত্র ১১০ একর। উত্তর-পশ্চিমের রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতি এলাকায়, তীবের নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত। স্বাধীন এই রাষ্ট্রটিতে রাষ্ট্রীয় স্বীকৃত ভাষা হলো পাঁচটি। এগুলো হলো ইতালিয়, জার্মান, স্পেনীয়, ফরাসি এবং পর্তুগীজ। পোপের সুইস গার্ডের ভাষা হলো জার্মান। ডিপ্লোম্যাটিক ভাষা হলো ফরাসি। ভ্যাটিকানকে বলা হয় পোপের রাষ্ট্র। ১৯২৯ সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়।

মোনাকো ইউরোপ মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র। আয়তনের দিক থেকে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব-বহুল রাষ্ট্র। এর জনসংখ্যা আনুমানিক ৩২ হাজার। দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বলে এখানে ফরাসি ভাষা বহুল ব্যবহৃত। পর্যটন শিল্প দেশটির অন্যতম প্রধান চালিকা শক্তি। মোনাকোর প্রধান বাণিজ্য আকর্ষণ কাসিনো। রাষ্ট্রীয়ভাবে এই দেশের কোন রাজধানী নেই তবে মন্টি কার্লোকে দেশের প্রধান স্থান হিসেবে বিবেচনা করা হয়।

টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। আয়তনের দিক থেকে টুভালু বর্তমান বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি হাওয়াইয়ের প্রায় ৪২০০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের প্রায় ৩৪০০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। টুভালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। এটি ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জ উপনিবেশের অংশ ছিল। ১৯৭৮ সালে টুভালু উপনিবেশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। টুভালু কমনওয়েলথ অভ নেশনসের অন্যতম সদস্য। ফুনাফুতি অ্যাটলটি টুভালুর রাজধানী।

নাউরু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। নাউরু ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে, এর ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই। এখানকার আদি বাসিন্দারা হল মাইক্রোনেশীয় ও পলিনেশীয় জাতির মানুষ। ১৯৬৮ সালে নাউরু পূর্ণ স্বাধীনতা লাভ করে। নাউরুর জনসংখ্যা মাত্র ১৩,০৪৮ জন।

ইতালির অন্তর্গত ছোট একটি রাষ্ট্র সান মারিনো। এটি ইতালি থেকে স্বাধীনতা লাভ করেছে ১৫৯৯ সালে। পুরো দেশটির অবস্থান ইতালির ভৌগোলিক সীমানার মধ্যে। এর আয়তন মাত্র ৬২ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩ হাজার। এ দেশে রয়েছে বহু পাহাড় এবং মধ্য শতাব্দী ও রেনেসাঁ সময়ের ক্যাসল বা দুর্গ। প্রকৃতি এবং ঐতিহ্যের এই মহামিলন সত্যিই অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করে। পর্যটকরা এখানে বেড়াতে খুব পছন্দ করেন। প্রতিবছর এই ছোট্ট সুন্দর দেশটিতে ২০ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করে।

লিচেনস্টাইন যেটি রয়েছে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে। দেশটিতে জার্মান ভাষা ব্যবহৃত হয়। লিচেনস্টাইনও একটি সুন্দর পাহাড়ি দেশ। প্রতি বছর অনেক পর্যটক এখানে স্কিইং করতে যান। সুইজারল্যান্ডের সঙ্গে দেশটির ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সে জন্য দেশটিতে সুইস ফ্রাঙ্ক মুদ্রার প্রচলন রয়েছে। দেশটির রাজধানীতে অনেক সুন্দর ও ঐতিহ্যবাহী স্থাপত্য এবং নামিদামি শপিংমল রয়েছে। লিচেনস্টাইন ১০ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। জনসংখ্যা ৩০ হাজার।

মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত কতগুলো দ্বীপ নিয়ে প্রতিষ্ঠিত একটি দ্বীপরাষ্ট্র। মার্শাল দ্বীপপুঞ্জ ওশেনিয়া মহাদেশে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।

This post was last modified on জুলাই ৪, ২০১৪ 3:02 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

শীতে শিশুদের জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি পেলে কীভাবে সামাল দেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…

% দিন আগে

ইধিকার প্রেমের গুঞ্জন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় ১৫ জন নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্‌যাপনে…

% দিন আগে

বিচিত্র এক উদ্যোগ: জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…

% দিন আগে

সকালের কয়েকটি অভ্যাসে কমে যাবে ক্রনিক অসুখের ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…

% দিন আগে