দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রমনায় বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হবে। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করা হলে ১০ জন নিহত হয়।
গত ১৬ জুন রায়ের দিন ধার্য করা হলেও পরে তা এক সপ্তাহ পিছিয়ে আবার ২৩ জুন নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন। সেই মোতাবেক আজ সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে।
বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘ ১৩ বছর পর চাঞ্চল্যকর হত্যা মামলাটির বিচার শেষ হবে। গত ২৮ মে মামলায় উভয়পক্ষের অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়। ওইদিনই আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষের দিনে মামলার আসামি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি হান্নানসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) সেকাল সোয়া ৮টায় রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।
This post was last modified on জুন ২৩, ২০১৪ 11:13 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজর একটি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ সবজি, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর খাদ্য হিসেবে…