দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড প্রতিনিয়ত তাদের অপারেটিং সিস্টেম আপডেট করছে। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট সংস্করণের পর সামনে আসছে অ্যান্ড্রয়েড ৪.৫ অথবা অ্যান্ড্রয়েড ৫.০। অ্যান্ড্রয়েডের সামনের এই নতুন সংস্করণের কি নাম হতে পারে কিংবা নতুন কি নিয়ে আসতে পারে তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন।
কি নাম হতে পারে অ্যান্ড্রয়েড পরবর্তী সংস্করণের?
একটি বিষয় লক্ষ্য করলে কিন্তু আপনিও বুঝতে পারবেন অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নামটি কেমন হতে পারে। অ্যান্ড্রয়েডের পূর্ববর্তী সংস্করণগুলোর দিকে লক্ষ্য করুন। জিঞ্জারব্রেড এর জি, হানিকাম্ব শুরু এইচ দিয়ে, তারপর আইসক্রীম স্যান্ডউইচ শুরু আই দিয়ে তারপর জেলিবিনের জে এবং বর্তমান সর্বশেষ সংস্করণ কিটক্যাটের কে। তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটি এল দিয়ে। প্রথমদিকে ভাবা হয়েছিল অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নাম হতে পারে লাইম পাই কিংবা লাইম চীজকেক। কিন্তু সাম্প্রতিক একটি প্রযুক্তি ব্লগের বরাত দিয়ে জানা যায় যে, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম হবে অ্যান্ড্রয়েড ললিপপ। তবে এই ক্ষেত্রে আরেকটি তথ্য দিয়েছে প্রযুক্তি ব্লগ টেকরাডার। তারা বলছে, অ্যান্ড্রয়েড ৪.৫ এর সংস্করণের নাম হতে পারে ললিপপ আর অ্যান্ড্রয়েড ৫.০ এর নাম হবে মুনশাইন।
কবে নাগাদ রিলিজ হতে পারে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের?
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট রিলিজ হয়েছিল অক্টোবর ২০১৩ সালে। সে হিসেবে আশা করা যায় যে, অ্যান্ড্রয়েড ৪.৫ অথবা ৫.০ রিলিজ হতে পারে এই বছরের মাঝামাঝি তবে এই ক্ষেত্রে বেশি সম্ভাবনা গুগল আইও। গুগলের দুই দিনের ডেভেলপার কনফারেন্স যা সানফ্রানসিস্কোতে অনুষ্ঠিত হবে। এই মাসের ২৫-২৬ তারিখ অনুষ্ঠিত হবে গুগলের সেই কাঙ্ক্ষিত কনফারেন্স।
কি ধরনের নতুন ফিচার আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে?
অন্য আরেকটি প্রযুক্তি ব্লগের বরাত দিয়ে জানা যায় যে, গুগল তাদের নতুন এই অপারেটিং সিস্টেমে আগের সব ফিচারের সাথে নতুন করে যুক্ত করতে যাচ্ছে নতুন একটি ফিচার এর নাম গুগল বাবল। নতুন এই ফিচারটি ক্রস প্লাটফর্ম সাপোর্ট সার্ভিস অ্যাপ। এই সার্ভিস অ্যাপে যুক্ত থাকবে গুগল টক, হ্যাংআঊট, গুগল ভয়েস, গুগল মেসেঞ্জার, গুগল ড্রাইভ চ্যাট এবং গুগল প্লাস চ্যাট। গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টওয়াচ ও গুগল গ্লাসের সাথে সহজে যুক্ত হওয়া যায় এমন এপিআই তৈরি করছে। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলের নতুন এই সংস্করণ হবে ক্রোম ওএস এবং অ্যান্ড্রয়েডের সম্মিলিত প্রয়াস।
তথ্যসূত্রঃ টেকরাডার
This post was last modified on জুন ২৪, ২০১৪ 3:03 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…