দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোশাকে আভিজাত্য আনতে স্যুটের বিকল্প নেই একথা সকলেরই জানা। সত্যিকার অর্থেই বর্তমানে স্যুটকে আভিজাত্যের প্রতীক হিসেবেই ধরা হয়। তবে স্যুটের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যা মেনে না চললে পুরো স্যুটের বিষয়টি নষ্ট হতে পারে। তাই স্যুট তৈরির ক্ষেত্রে অবশ্যই কিছু ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
রেডিমেড স্যুট পরিহার করুন
আপনি যদি রেডিমেড স্যুট ব্যবহার করে থাকেন তবে আপনাকে বলবো রেডিমেড স্যুট ব্যবহার পরিহার করুন। নিজের শরীরের পারফেক্ট মাপে স্যুট বানান এবং তা ব্যবহার করুন। রেডিমেড স্যুট আপনার গায়ে যতোই ফিট থাকুক না কেন তা আপনাকে পুরোপুরি মানানসই করবে না।
স্যুটের প্যান্টে প্লেট হবে না
এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। সাধারণ ফরমাল প্যান্টের মতো কিন্তু স্যুটের প্যান্টে প্লেট থাকে না। স্যুটের প্যান্ট হবে অবশ্যই প্লেট ছাড়া। সাধারণ ফরমাল প্যান্টের মতো ভাঁজের বা প্লেটের পরিবর্তে একেবারে প্লেট ছাড়া সমতল প্যান্ট বানান।
দুই বোতামের স্যুট বানান
আপনার শারীরিক গড়ন যেমনই হোক না কেন অর্থাৎ আপনি লম্বা বা খাটো যাই হোন না কেন দুই বোতামের স্যুট মানিয়ে যাবে। সত্যিকার অর্থে স্যুটের জন্য এটি একটি স্ট্যান্ডার্ড স্টাইল। তাই স্যুট বানানোর সময় এই বিষয়টি মাথায় রাখুন।
উপযুক্ত রঙ বেঁছে নিন
স্যুটের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রঙ রয়েছে সেই সকল রঙ থেকে নিজের সাথে মানানসই রঙ বেঁছে নিন। অ্যাশ, কালো, গ্রে, সাদা ইত্যাদি রঙের স্যুটের কাপড় মানানসই হবে। একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন স্যুটের কাপড়ের রঙ যেন বেশি ঝলমলে না হয় এবং তা যেন আপনার গায়ের রঙের সাথে মানানসই হয়।
হাতের সঠিক মাপ দেখে নিন
স্যুটের হাত আপনার হাতের কবজির নিচ পর্যন্ত যাবে না। রেডিমেড স্যুটের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। স্যুটের হাতের সঠিক মাপ হলো আপনার শার্টের হাতের মাপের চাইতে একটু খাটো যা সাধারণত কবজির ওপরেই থাকে।
স্যুট বানান আপনার দেহের সঠিক মাপে
স্যুট বানান আপনার শরীরের সঠিক মাপে যেন তা আপনার দেহের মানানসই হয়। কাঁধের মাপ, হাতের মাপ, বুকের মাপ, সঠিক আকারের লম্বা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখবেন।
This post was last modified on আগস্ট ১১, ২০১৪ 4:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…