দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকের অবস্থান সবার উপরে। ফেসবুক বলতে গেলে এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। শুধু আমাদের দেশে নয়, ফেসবুক আসক্তির এমন চিত্র পুরো পৃথিবী জুড়ে। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য সেই ফেসবুকের কিছু মজাদার তথ্য তুলে ধরবো।
১. সারাবিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ লোকের ফেসবুক এ্যাকাউন্ট আছে।
২. গড়ে প্রতিজন ফেসবুক ইউজার মাসে ৭০০ মিনিট সময় ফেসবুকে কাটান।
৩. প্রতি ২০ মিনিটে ২,৭১৬,০০০ ফটো আপলোড হয়ে থাকে।
৪. প্রতি ২০ মিনিটে ১০.২ মিলিয়ন কমেন্ট পোস্ট হয় ফেইসবুকে।
৫. প্রতি ২০ মিনিটে ১,৯৭২ মিলিয়ন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হয়ে থাকে।
৬. প্রতি ২০ মিনিটে ১,৮৫১,০০০ স্ট্যাটাস আপডেট হয়।
৭. ১৮ থেকে ৩৪ বছরের মানুষদের প্রায় ৪৮ শতাংশ ঘুম থেকে উঠেই ফেইসবুক চেক করে।
৮. যারা মোবাইলে ফেইসবুক ব্যবহার করে তারা অন্যদের থেকে দ্বিগুণ সময় কাটায় ফেইসবুকে।
৯. ফেইসবুকের সব থেকে বেশি জনপ্রিয় ফ্যানপেজ হচ্ছে ‘Texas Hold’em Poker’ যার ফ্যান ৪১ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
১০. সব থেকে ইউএসএ তে বেশি ফেইসবুক ব্যবহারকারী রয়েছে যার পরিমাণ ২৩.৬ শতাংশ।
১১. ২০০৪ সালে ফেসবুকে কোন ছবি, ওয়াল, নিউজ ফিড, ইভেন্ট বা পেইজ ছিল না। জন্মলগ্নে ফেসবুক এড্রেস ছিল দি ফেসবুক ডট কম।
এই হলো ফেসবুক সম্পর্কে কিছু মজার তথ্য যা হয়তো আপনার আগে থেকে জানা ছিল না। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে ফেসবুকের প্রয়োজন হয় বিশালাকার কিছু সার্ভারের, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে ফেসবুকের সার্ভার।
This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 10:31 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…