দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ থাইল্যান্ডের নিউ ওয়ার্ল্ড শপিং মল তৈরি হয় ২০০০ সালে। সেই সময়েই এটি মোট ১১ তলার ফাউন্ডেশানে তৈরি করা হলেও সময়ের নানান প্রতিকূলতায় এখানে এখন কোন কেনাকাটা হয়না। কিন্তু রয়েছে অসংখ্য মাছ!
নিউ ওয়ার্ল্ড শপিং মল নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা রহস্য এবং কৌতূহল রয়েছে, অনেকেই এখানে প্রবেশ করতে ভয় পান। এই মল তৈরির সময়ে থাই বিল্ডিং কোড না মানার কারণে ৪ তলার উপর থেকে বাকি সব তলা ভেঙ্গে দেয় সরকার।
ভবন ভেঙ্গে দিলে এর মালিক আর এখানে কোন উন্নয়ন কাজ করেনি, ফলে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মার্কেটের নিচের ফ্লোরটি মাটির নিচে হওয়াতে এখানে বৃষ্টির পানি ঢুকে অনেকটা জলাশয়ে রুপ নেয়। সেই জলাশয়ে কেও একজন এসে কিছু থাই কই এবং মাগুর মাছ ফেলে দিলে সেই মাছ দীর্ঘ সময় সেখানে থাকে। প্রাকৃতিকভাবেই এরা বংশবিস্তার করতে থাকে এবং বর্তমানে এখানে আপনি দেখে অবাক হয়ে যাবেন হাজার হাজার মাছ।
অসংখ্য মাছ গাদাগাদি করে চরে বেড়াচ্ছে সম্পূর্ণ শপিং মল জুড়ে। শপিং মলের উপর দিকের ছাদ খসে গিয়ে সেখান থেকে হালকা রোদ পড়ে শপিং মলে।
তবে এসব মাছ কি খেয়ে বেঁচে আছে তা সবার কাছে রহস্য রয়ে গেছে। এই শপিং মলে যেখানে মানুষের কোন প্রবেশ নেই সেখানে এসব মাছকে কেই বা খাবার দিচ্ছে, কিংবা কিভাবে এরা খাবার সংগ্রহ করছে তা অনেক রহস্যজনক।
This post was last modified on জুন ২১, ২০২২ 3:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অদ্ভুত ওই ঘটনাটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৭ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মনের মধ্যে কথা চেপে না রেখে, তা খোলাখুলি বলে দিলেও…