দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ আসরের নকআউট পর্বের চতুর্থ দিনের খেলায় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না পেয়ে অতিরিক্ত ৩০ মিনিটের দ্বিতীয়ার্ধের খেলায় আর্জেন্টিনা এই জয়সূচক গোলটি করে।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
বাংলাদেশের দর্শকরা আজ মহা উৎসবে দেখবেন আর্জেন্টিনার খেলা। বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে খেলা। আর্জেন্টিনার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর্জেন্টিনার খেলা দেখার জন্য।
এদিকে বিশ্বকাপ খেলা ব্রাজিলেও আজ মঙ্গলবার আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের খেলা দেখতে দেশটির সাও পাওলো কার্নেভাল অ্যারেনা ফুটবল মাঠে হাজির হবেন আর্জেন্টিনার প্রায় ৭০ হাজার মানুষ৷ কর্তৃপক্ষ তাদের জন্য বিশেষ আয়োজনও করেছেন।
ব্রাজিলের বৃহত্তম এই স্টেডিয়াম প্রথমবারের মতো খুলে দেয়া হচ্ছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টাইন ভক্তদের জন্য৷ সাও পাওলোর কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আর্জেন্টিনার ভক্তদের মধ্যে যারা টিকেট পাননি তাদের জন্যও ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করেছেন৷
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ আর্জেন্টিনার তুরুপের তাস লিওনেল মেসি। গত ২ বিশ্বকাপেও তিনি ছিলেন। এবারের বিশ্বকাপে আগের মতো না দেখাতে পারলেও ছিলেন ভক্তদের মধ্যমনি হয়েই। আজ ভক্তরা তার যাদু দেখার অপেক্ষায় আছেন।
নিকনেম: দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু
কোচ: আলেসান্দ্রো সাবেলা
অধিনায়ক: লিওনেল মেসি
সম্ভাব্য একাদশ:
লিওনেল মেসি, হিগুয়েন, সোর্হিয়ে রোমেরো, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এসকুয়েল গারাই, মার্কোস রোহে, ফার্নান্দো গাগো, হাভিয়ের মাসচেরানো, ডি মারিয়া, হিগুয়েন, সার্জিও আগুয়েরো।
নিকনেম: লা নাটি
অধিনায়ক: গোখান ইনলের
কোচ: ওটমার হিজফেল্ড
সম্ভাব্য একাদশ:
ডিয়েগো বেনাগিলো, স্টেফান লিচস্টেইনার, ফ্যাবিয়ান শার, রিকার্ডো রুদ্রিগেজ, স্টিভ ফন বার্গেন, গোখান ইনলের, ফ্যালন বেহরামি, জেরদান শাকিরি, ভ্যালেন্টিন স্টকার, গ্রানিট জাকা, ইয়োসিপ দ্রিমিচ।
This post was last modified on জুলাই ২, ২০১৪ 12:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…