দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হয়। এই বৃষ্টিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। তাই এ সময়ে ঘরবাড়ি ও কাপড়ে স্যাঁতস্যাঁতে ভেজাভাব দেখা দেয়, যা অত্যন্ত অস্বস্থিকর। এই সমস্যা থেকে মুক্ত হতে কিছু পদক্ষেপ গ্রহণ করলেই যথেষ্ট।
# বাড়ির প্রধান দরজায় একটি বড় পাপোস রাখুন, এমনকি বারান্দাতেও পাপোস রাখতে হবে। এতে বাড়িতে বাইরের আর্দ্রতা, ধুলাবালি একটু কম প্রবেশ করে।
# বাড়িতে প্রবেশের সময় জুতা-স্যান্ডেল বাইরে খুলে ঘরে ঢুকতে হবে, যাতে বাইরের কাদা-বালি ঘরে প্রবেশ করতে না পারে।
# বর্ষার সময় প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা সুগন্ধি মোমবাতি বা আগরবাতি ঘরের কোণায় কোণায় জ্বালান।
# বৃষ্টির পানি যাতে ঘরে ঢুকতে না পারে সেজন্য ভালো করে দরজা ও জানালা লাগিয়ে রাখুন, যাতে আর্দ্রতা না ঢুকতে পারে। তবে বৃষ্টি না থাকলে দরজা-জানালা খুলে রাখা ভালো।
# ঘরের পর্দা বর্ষার সময় হালকা রঙের সিনথেটিক কাপড়ের হলে ভালো হয়।
# ঘরের বিছানার চাদর হালকা ও সাদা রঙের হওয়া ভালো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
# বর্ষায় মোটেও কার্পেট মেঝেতে ব্যবহার করা উচিত নয়। ঘর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন এবং ফ্যান ব্যবহার করুন।
# স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কাপড়ের আলমারিতে সাদা চক ও ন্যাপথলিন রাখুন।
# বর্ষার দিন হলেও কাপড় নিয়মিত সাবান পানি দিয়ে ধুতে হবে। কাপড় ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে কাপড়ে যেনো কোনো রকম সাবানভাব না থাকে। কেনোনা পরিষ্কার কাপড় দ্রুত শুকায় ও গন্ধ হয় না।
# কাপড় শুকাতে হ্যাঙ্গার ব্যবহার করুন। বার বার কাপড় উল্টো-পাল্টে দিন।
# ঘামা কাপড় ঘরে রাখলে স্যাঁতস্যাঁতে ভাব আরও বাড়ে, তাই কাপড় দ্রুত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# কাপড় ইস্ত্রি করে পরুন। কাপড়ে সুগন্ধি পারফিউম ব্যবহার করুন।
উপরোক্ত নিয়মগুলো মেনে চললে বর্ষাকালে কাপড়ে ও ঘর স্যাঁতস্যাঁতে ভাব দূর করা যাবে।
This post was last modified on জুলাই ৫, ২০১৪ 12:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পেতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…