প্রধান সম্পাদক ॥ প্রিয় পাঠক, দি ঢাকা টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। আমরা নতুন কিছু করতে চেয়েছিলাম, চেয়েছিলাম গতানুগতিক নিউজ সাইট না হয়ে সবার জন্য লাইফ-স্টাইল ম্যাগাজিন হতে, বাংলা ভাষা-ভাষী সকলের জন্য একটু ভিন্ন কিছু করতে। এখনো অনেক পথ বাকি কিন্তু ইতোমধ্যেই আমরা বাংলা ভাষার সবচেয়ে বড় লাইফ-স্টাইল ম্যাগাজিন। আমরা সকলের পত্রিকা, কোনো একটা গোষ্ঠির বা সমাজের কোনো এক শ্রেণীর না, হয়ত এই কারণেই আমরা এত অল্প সময়ে এক নম্বর হতে পেরেছি। সকল কৃতিত্ব আপনাদের সবার। আরো সামনে এগিয়ে যাবার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আপনাদের মতামত জানান আমাদের, লেখা পাঠান, আসুন এক সাথে আগামীর বাংলাদেশ গড়ি!