দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন পরে হলেও সম্বিত ফিরেছে, গর্ভবতী মায়েরা এখন থেকে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা পাবেন এমন ঘোষণা দেওয়া হয়েছে। অস্বচ্ছল গর্ভবর্তীরা এখন থেকে চিকিৎসা সেবা পাবেন।
জানা গেছে, সারাদেশে গরিব গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ্যাম্বুলেন্স-সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে দেশের সব হাসপাতালে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য নির্দেশনাও পাঠানো হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গর্ভবতী মায়েদের প্রসবকালীন সময়ে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা দেবো। গর্ভবতী মহিলাদের প্রসববেদনা উঠলে তাদের পরিবারের যে কেও আশপাশের হাসপাতালগুলোর সঙ্গে ফোনে যোগাযোগ করে এই ফ্রি এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।’ এই সেবা দেওয়ার ক্ষেত্রে কেও ইচ্ছে করে কোনো ধরনের অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, এ্যাম্বুলেন্স ভাড়া জোগাড় করতে না পেরে গ্রাম-গঞ্জের অনেক নারী ঘরে অদক্ষ দাইয়ের সহযোগিতায় সন্তান প্রসব করে থাকেন। যে কারণে অনেক মা ও শিশুর মৃত্যু ঘটে থাকে। মূলত এসব কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
This post was last modified on জুলাই ৩, ২০১৪ 9:39 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…