দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলার, দলকে চ্যাম্পিয়ন বানানোর। কিন্তু আমি এখন এর বাইরে- এ হৃদয়ছোঁয়া কথাগুলো বলছিলেন বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে ঝরে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে জুয়ান জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় বার্সা স্টাইকার নেইমারের। এরপর তার সতীর্থদের প্রতি এ হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা দিয়েছেন।
নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ব্রাজিলের মধ্যমাঠ থেকে আক্রমণভাগ। নেইমারকে দিয়েই ব্রাজিলের সকল আক্রমনের শুরু দেখেছে এবারের বিশ্বকাপের দর্শকরা। ব্রাজিলের এই সুপারস্টার যতটা লিগ কিংবা জাতীয় দলের বাইরে সফল তার থেকে বহুগুণ বেশি সফল জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে।
দলের নির্ভরযোগ্য এ স্ট্রাইকারের ৪ গোলের কল্যাণে সেমিতে খেলা অনেকটা সহজ হয়েছে স্বাগতিক ব্রাজিলের। কিন্তু তার ইনজুরির কারণে মঙ্গলবার জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অনেকটা অন্ধকারাছন্ন মনে হচ্ছে ব্রাজিলের সামনে। তবে নেইমার নিজেই মনে করেন দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। ব্রাজিল কোন একক খেলোয়াড়ের উপর নির্ভরশীল দল নয়।
ইনজুরি আক্রান্ত হওয়ার পর ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি ক্ষুদে ভিডিও বার্তা পাঠিয়েছেন নেইমার।
ভিডিও বার্তায় পর্তুগিজ ভাষায় কথা বলেছেন নেইমার। চলুন দেখে নেই ভিডিও এবং জেনে নিই বাংলায় নেইমারের সেই বার্তা-
অশ্রুসজল চোখে নেইমার বলেন, আমি বিশ্বাস করি আমার সতীর্থদের দিয়ে সব সম্ভব। সুতরাং বিশ্বকাপের এ আসরে আমার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তারা সত্যি করবে। আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলা, কিন্তু এখন আমি এর বাইরে।
কিন্তু ঈশ্বরের সহায়তায় তারা এটা জিতবে, চ্যাম্পিয়ন হবে এবং আমিও তাদের সঙ্গে যাবো। পুরো ব্রাজিল উল্লাসে মেতে উঠবে।
গার্ডিয়ানের মতে, নেইমার যখন ব্রাজিলের ওই টিভি প্রোগ্রাম থেকে বের হচ্ছেন তখন উপস্থাপককেও চোখের জলে ভাসতে দেখা গেছে।
এদিকে জানা গেছে, চিকিৎসার জন্য নেইমার এখন সাও পাওলোতে রয়েছেন। তার ক্লাব বার্সেলোনার চুক্তি অনুযায়ী সুস্থ্য হয়ে ২০১৪-১৫ মৌসুমের জন্য অনুশীলন দলে ফিরে যাবেন।
সূত্র- কমপ্লেক্স
This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 1:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…