নেইমারের হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলার, দলকে চ্যাম্পিয়ন বানানোর। কিন্তু আমি এখন এর বাইরে- এ হৃদয়ছোঁয়া কথাগুলো বলছিলেন বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে ঝরে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।


শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে জুয়ান জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় বার্সা স্টাইকার নেইমারের। এরপর তার সতীর্থদের প্রতি এ হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা দিয়েছেন।

নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ব্রাজিলের মধ্যমাঠ থেকে আক্রমণভাগ। নেইমারকে দিয়েই ব্রাজিলের সকল আক্রমনের শুরু দেখেছে এবারের বিশ্বকাপের দর্শকরা। ব্রাজিলের এই সুপারস্টার যতটা লিগ কিংবা জাতীয় দলের বাইরে সফল তার থেকে বহুগুণ বেশি সফল জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে।

দলের নির্ভরযোগ্য এ স্ট্রাইকারের ৪ গোলের কল্যাণে সেমিতে খেলা অনেকটা সহজ হয়েছে স্বাগতিক ব্রাজিলের। কিন্তু তার ইনজুরির কারণে মঙ্গলবার জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অনেকটা অন্ধকারাছন্ন মনে হচ্ছে ব্রাজিলের সামনে। তবে নেইমার নিজেই মনে করেন দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। ব্রাজিল কোন একক খেলোয়াড়ের উপর নির্ভরশীল দল নয়।

ইনজুরি আক্রান্ত হওয়ার পর ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি ক্ষুদে ভিডিও বার্তা পাঠিয়েছেন নেইমার।

Related Post

ভিডিও বার্তায় পর্তুগিজ ভাষায় কথা বলেছেন নেইমার। চলুন দেখে নেই ভিডিও এবং জেনে নিই বাংলায় নেইমারের সেই বার্তা-

অশ্রুসজল চোখে নেইমার বলেন, আমি বিশ্বাস করি আমার সতীর্থদের দিয়ে সব সম্ভব। সুতরাং বিশ্বকাপের এ আসরে আমার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তারা সত্যি করবে। আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলা, কিন্তু এখন আমি এর বাইরে।

কিন্তু ঈশ্বরের সহায়তায় তারা এটা জিতবে, চ্যাম্পিয়ন হবে এবং আমিও তাদের সঙ্গে যাবো। পুরো ব্রাজিল উল্লাসে মেতে উঠবে।

গার্ডিয়ানের মতে, নেইমার যখন ব্রাজিলের ওই টিভি প্রোগ্রাম থেকে বের হচ্ছেন তখন উপস্থাপককেও চোখের জলে ভাসতে দেখা গেছে।

এদিকে জানা গেছে, চিকিৎসার জন্য নেইমার এখন সাও পাওলোতে রয়েছেন। তার ক্লাব বার্সেলোনার চুক্তি অনুযায়ী সুস্থ্য হয়ে ২০১৪-১৫ মৌসুমের জন্য অনুশীলন দলে ফিরে যাবেন।

সূত্র- কমপ্লেক্স

This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 1:19 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে