The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দেখে নিন বর্তমান বিশ্বের সেরা কিছু স্মার্টফোন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মোবাইল ফোনের ধারণাই বদলে দিয়েছে এই স্মার্টফোন। এ ফোনগুলো শুধু কথা বলা বা এসএমএস করা নয় বরং মোবাইলকে নিয়ে গেছে কম্পিউটারের আরও কাছাকাছি। বাজারে থাকা এত এত স্মার্টফোনের মধ্যে আপনাকে হিমসিম খেতে হবে সেরা স্মার্টফোন খুজে পেতে। চলুন জেনে নেওয়া যাক বর্তমান সময়ের সেরা কিছু স্মার্টফোন সম্পর্কে।


p1

১. এইচটিসি ওয়ান এম এইট

সেরা স্মার্টফোনের তালিকায় প্রথমেই যে সেটের নাম আসে তা হল HTC One M8। ৫ ইঞ্চি পর্দার এতে রয়েছে Super LCD 3 Full HD প্রযুক্তিসম্পূর্ণ ডিসপ্লে যার Pixel Per Inches(PPI) হল ৪৬৯। ফলে আপনি উচ্চ মানের ভিডিও, গেম ইত্যাদি উপভোগ করতে পারবেন। পুরো অ্যালুমনিয়ামের তৈরী এই সেটে আরও রয়েছে corning gorilla glass 2 যা ডিসপ্লেকে scratch হতে রক্ষা করবে। এর সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয়েছে Beats Audio enhancement যা অডিও শোনার অভিজ্ঞতাকে বদলে দিবে। এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Quad-core ১.৭ GHz এবং গ্রাফিক্স প্রসেসর GPU হলো Adreno 320; যার কারণে উচ্চমানের গেম খেলতে পারবেন। এতে আরো ব্যবহার করা হয়েছে Ultra Pixel Camera যার ফলে ছবি তোলার ক্ষেত্রে ডিজিটাল ক্যামেরার স্বাদ পাবেন। এতে Optical image stabilization রয়েছে ফলে ক্যামেরার ঝাকুনির ফলেও ছবি clear আসবে। অ্যান্ড্রয়েড ৪.৪.২ অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনের র‍্যাম ২ জিবি। ব্যাটারী লাইফ ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার।

sony-xperia-z2-mwc-2014-13

২. সনি এক্সপেরিয়া জেডটু

৫ইঞ্চির Xperia Z2 এ ব্যবহার করা হয়েছে Sony Bravia Engine 2 ও Full HD ডিসপ্লে যার ফলে উচ্চ মানের ভিডিও আউটপুট পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হল এই সেট পানি,আঘাত,ধুলাবালি প্রতিরোধক। এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Quad-core ১.৫ GHz প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসর হল Adrino 320। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনের র‍্যাম ৩ জিবি। ব্যাটারী লাইফ ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার।

LGG2-0073

৩. এলজি জিটু

LG বেশ কিছু স্মার্টফোন বাজারজাত করলেও তেমন সাড়া ফেলতে পারেনি। LG G2 এই ক্ষেত্রে ব্যতিক্রম। এর ১০৮০*১৯২০ পিক্সেলের ৫.২ ইঞ্চির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে True IPS-3+LCD প্রযুক্তির ডিসপ্লে সিস্টেম যার পিক্সেল পার ইঞ্চি বা PPI হল ৪০১ ফলে আপনি পাবেন উন্নত মানের ভিডিও আউটপুট। এর একটি আকর্ষণীয় বিশিষ্ট হল এতে Dolby Mobile Sound enhancement ব্যবহার করা হয়েছে। যা সংগীতপ্রেমীদের চাহিদা মিটাবে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Quard-core ১.৭ GHz এবং গ্রাফিক্স প্রসেসর হল Adrino 320। ব্যাটারী লাইফ ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার।

xl_samsung galaxy s5

৪. স্যামসাং গ্যালাক্সি এস৫

Samsung Galaxy SV, ৫.১ ইঞ্চির পর্দার এই স্মার্টফোনের রয়েছে সুপার অ্যামলেড ডিসপ্লে যার পিক্সেল পার ইঞ্চি হল ৪৪১। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass-3 যা এই সেটের ডিসপ্লেকে নিরাপত্তা দিবে। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে Smart stay eye Tracking ও S-voice natural language command & dictation যা এই সেটকে করে তুলেছে অনন্য। এর প্রসেসর, র‍্যাম সহ অন্যান্য ফিচারগুলো উপরে বর্ণিত স্মার্টফোনগুলোর মতোই।

IMG_7283

৫. আইফোন ৫এস

প্রযুক্তি বাজারে অ্যাপলের পণ্যের গুণগত মান নিয়ে লেখার মতো আর কিছু নেই। বলতে গেলে তাদের হাত ধরেই আজকের প্রযুক্তির বর্তমান অবস্থা। আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৫এস। এতে ব্যবহার করা হয়েছে সাইক্লোন ১.৩ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর এবং অ্যাপল এ৭ চিপসেট। এর র‍্যাম ডিডিআর৩ ১ জিবি র‍্যাম। ৪ ইঞ্চি পর্দার এই স্মার্টফোনের ডিসপ্লে ৬৪০*১১৪০। এর ব্যাটারী লাইফ ১৫৬০ মিলিঅ্যাম্পিয়ার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali