দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জিওগ্রাফি চ্যানেলে মাঝে-মধ্যে দেখে থাকি বাঘ হরিণকে খেয়ে ফেলছে বা বড় কোনো অজগর সাপ কোনো প্রাণীকে আস্ত গিলে খাচ্ছে। কিন্তু এবার নওগাঁতে এমন এক ঘটনা ঘটেছে। এক অজগর গিলে খেয়েছে জ্যান্ত এক শিয়ালকে!
সহযোগি একটি অনলাইন সংবাদ মাধ্যম জানিয়েছে, নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে এক ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে একটি জ্যান্ত শিয়াল। ক্ষুধার জ্বালা মেটাতে বিশাল আকৃতির অজগরটি ৬ জুলাই রাতে এক আস্ত শেয়ালকে গিলে খাওয়া শুরু করে। খবর বিডিলাইভ২৪ডট কমের।
এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে ওই সংবাদ মাধ্যম জানায়, অজগরের কবলে পড়া শিয়ালটির ভয়ার্ত হাঁক-ডাকে প্রায় অর্ধশত শিয়াল এটিকে রক্ষার জন্য চিৎকার শুরু করে দেয়। স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লোকজনের উপস্থিতির কারণে অন্য শিয়ালগুলো পালিয়ে গেলেও ক্ষুধার্ত অজগরটি তার শিকার শিয়ালটিকে কিন্তু ছাড়েনি। শিয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য একনজর দেখতে রাতেই বনে ভিড় করে গ্রামবাসী। আশে-পাশে এ খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ ভীড় করে অজগরের শেয়ার ভক্ষণের অভূতপূর্ব এই দৃশ্য দেখতে থাকে।
ওই এলাকার জনৈক বাসিন্দা বলেন, ‘এ ধরনের দৃশ্য বিভিন্ন আমরা টেলিভিশন চ্যানেলে দেখেছি, অজগরের শিয়াল খেয়ে ফেলার এমন দৃশ্য সরাসরি দেখতে পাব, তা কখনও ভাবিনি।’
This post was last modified on জুলাই ১০, ২০১৪ 10:39 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…