ইরাকী জঙ্গী নেতা আবু বকর আল-বাগদাদি ‘খলিফা’কে ধরতে কোটি ডলার পুরস্কার ঘোষণা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র আবারও পুরস্কার ঘোষণা করেছে। স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার বা তাকে ধরতে দেয়া তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইরাক এবং সিরিয়ার ভূখণ্ডে ইসলামিক রাষ্ট্রের ওই স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার বা এজন্য দেয়া তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এনডিটিভি জানিয়েছে, ২০১১ সালের অক্টোবরেই বাগদাদিকে ধরার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, “২০১১ সালের অক্টোবরেই বিচার প্রকল্পের আওতায় ওয়েবসাইটে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্তের (আইএসআইএল) শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি সম্পর্কে তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। যেসব তথ্য তার অবস্থান, গ্রেফতারে সহায়ক হবে সেসব তথ্যের জন্যেই এই পুরস্কার বিবেচিত হবে।”

Related Post

২০১৩ সালের জুনে বাগদাদের বাইরে অবস্থিত আবু গারিব কারাগারে হামলা এবং অভিযান চালানোর দাবি করেছিলেন এই জঙ্গী নেতা। এছাড়া ২০১৩ সালের মার্চে ইরাকের আইন বিষয়ক মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলাও তারই নির্দেশে সংঘটিত হয়েছিল।

উল্লেখ্য, বাগদাদির নেতৃত্বাধীন আইএসআইএল-এর বিদ্রোহী জঙ্গিরা এ বছরের জুন থেকে ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করেছে। তাদের এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক চরমতম শত্রু ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে আইএসআইএল-এর বিরুদ্ধে নেমেছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে