দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ AjkerDeal.Com বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট এবং একই সঙ্গে বাংলা ভাষায় দেশের একমাত্র ই-কমার্স সাইট। AjkerDeal.Com থেকে আপনি একজন ক্রেতা হিসেবে পাবেন পছন্দের পণ্য ঘরে বসে কেনার সুযোগ এবং পছন্দ না হলে ফেরত দেয়ার সুযোগ!
AjkerDeal.Com এ আপনি পাবেন পুরুষ, মহিলা ও শিশুদের পোশাক-পরিচ্ছদ, জুতো, গহনাগাটি, খেলনা থেকে শুরু করে খাবার-দাবার, ইলেক্ট্রনিক্স, লেদার প্রোডাক্টস, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোন, টেলিভিশন, প্রসাধনী, হেলথ-কেয়ার প্রোডাক্টস, ব্যাগসহ আপনার নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পন্য।
AjkerDeal.Com গ্রাহকদের দিচ্ছে ঘরে বসে গুনগত মানসম্পন্ন পণ্য সুলভে ও দ্রুততম সময়ে পাবার নিশ্চয়তা। প্রতিটি উৎসবে-পার্বনে AjkerDeal.Com সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ আয়োজনের পসরা সাজায়। এবারের ঈদেও AjkerDeal.Com এর পসরা সাজিয়েছে মেয়েদের দারুন সব শাড়ি, থ্রী-পিস, জুতো, ব্যাগ, হরেক ডিজাইনের গহনা, ছেলেদের পাঞ্জাবী, রেডিমেড প্যান্ট, শার্ট, পোলো শার্ট, জুতো আর লেটেস্ট সব এক্সেসরিজ এবং সব বয়সী বাচ্চাদের পাঞ্জাবী, ফ্রক, টি-শার্ট, প্যান্ট আর টপ নিয়ে।
বর্তমান সময় হচ্ছে পণ্য যাচাই এর যুগ, এখন গ্রাহকরা অনেক বেশি সচেতন তারা যাচাই করে দেখে বুঝে কিনতে চায় পছন্দের পণ্য। আপনি AjkerDeal.Com থেকে ঠিক তেমন সুযোগ পাচ্ছেন। AjkerDeal.Com গতানুগতিক ই-কমার্স সাইটের মত নয়, আপনি সারাদেশে হোম ডেলিভারীর সুবিধাসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়নগঞ্জ ও সাভারে ক্যাশ অন ডেলিভারীর সুবিধা পাবেন। অর্থাৎ বাছাই কৃত পণ্য ফোন অর্ডার দিলেন, বাসায় পণ্য এলো দেখে ভালো লাগলো, ব্যস আপনি টাকা দিয়ে কিনে নিলেন। এক্ষেত্রে আপনাকে অগ্রিম কোন টাকা দিতে হবেনা।
AjkerDeal.Com থেকে পণ্য কিনতে গেলে আপনি এরেকটি সুবিধা হিসেবে পাচ্ছেন পন্য যদি আপনার পছন্দ না হয়,তবে আপনি ফেরত দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে কোন সার্ভিস চার্জ প্রদান করতে হবে না। দেশের যেকোনো প্রান্তে বসে আপনি AjkerDeal.Com থেকে অনলাইনে পন্য কিনতে পারেন। আর ভিসা/মাস্টার কার্ড, DBBL ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা বিকাশের মাধ্যমে মূল্য প্রদানের সুবিধা তো রয়েছেই।
এছাড়া আপনি ফোনেও অর্ডার দিতে পারেন । ফোনে অর্ডার দেবার জন্য ০১৮৩৩২৮৪৯৫ এই নাম্বারে এ ডায়াল করতে পারেন। AjkerDeal.Com এ শপিং মানেই ঝামেলাহীন নিশ্চিন্ত শপিং! তাই AjkerDeal.Com এর সাথেই থাকুন আর মেতে উঠুন ঈদ আনন্দে!
তো আর দেরি কেনো? এখনই ঘুরে আসুন AjkerDeal.Com থেকে। কেনা কাটা করতে এখানে ajkerdeal.com ক্লিক করুন।
This post was last modified on ফেব্রুয়ারী ৮, ২০১৭ 6:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশুরাজ সিংহের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছিলেন না উপস্থিত পর্যটকরা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৯ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৫ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কোনও কাজই সারাদিন ঠিকমতো হচ্ছে না। স্ট্রেসও বাড়ছে। দিনের…