অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে হবে: রাশিয়ার হুঁশিয়ারি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে হবে, না হলে রুশ-ইসরায়েল সম্পর্কের অবনতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শুক্রবার এক দীর্ঘ ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই হুঁশিয়ারি দেন।


রাশিয়া বরাবর গাজায় ইসরায়েলি আগ্রাসন এর বিষয়ে নীরব থাকলেও এবার সরাসরি এই বিষয়ে নিজের অবস্থা পরিস্কার করেছে। বিশেষ করে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে জানিয়ে দিয়েছেন, তোমরা অবিলম্বে গাজায় হামলা আগ্রাসন থামাও, তা না হলে রাশিয়ার সাথে সম্পর্ক অবনতি মেনে নাও।

ক্রেমলিন গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট পুতিন বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, গাজায় নিরস্ত্র নিরপরাধ সাধারণ মানুষের উপর ইসরায়েলি বোমা বর্ষণ অবিলম্বে থামাতে হবে নতুবা রাশিয়া ইসরায়েল সম্পর্কের অবনতি ঘটবে।

দীর্ঘ ফোন আলাপে মিঃ পুটিন আরো বলেন, বিশ্ব শান্তিতে যদি ইসরায়েল ব্যাঘাত ঘটায় তবে রাশিয়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে রাশিয়া লক্ষ করছে তেল আবিব অন্যায় ভাবে একটি স্বাধীন দেশের ভূখণ্ড দখল করে নিচ্ছে। এভাবে চলতে দেয়া যায়না। তেল আবিব কে এখনই থামতে হবে তা না হলে রাশিয়া এই বিষয়ে পদক্ষেপ নিবে। রাশিয়া চায়না বিশ্ব শান্তি বিগ্ন হোক কিংবা কেউ তা করে পার পেয়ে যাক।

এদিকে হামাস লুকিয়ে আছে সন্দেহে শনিবার ইসরায়েলি বিমান গাজায় একটি মসজীদে হামলা চালিয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ২০ ছাড়াল।

Related Post

ইসরায়েল ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে এই তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে পাঁচদিন আগে। সেসময় তারা বলেছিল, ইসরায়েলি জনসাধারণের ওপর রকেট হামলা রুখতেই এই অভিযান। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, দিনরাত অনবরত এই হামলায় নিহতের সংখ্যা ১২০ ছাড়াল। এছাড়া গুরুতর আহত ও নিখোঁজ হয়েছে ৯শ’ ২০ এর ওপরে।

উল্লেখ্য, ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের প্রত্যক্ষ মদতে ফিলিস্তিনে হত্যা খুন চালিয়ে যাচ্ছে। নিহত হচ্ছে অসংখ্য শিশু এবং সাধারণ মানুষ। এই বিষয়ে আশ্চর্য জনক ভাবে মার্কিন প্রশাসন উদাসিন এবং তারা একে জায়েজ বলেই মনে করছেন।

সূত্র- এবিএনএডটআইআর

This post was last modified on জুলাই ১৩, ২০১৪ 7:42 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

View Comments

  • এইটুকু বলেই শেষ,কারণ রাশিয়া যদি চাইতো তবে ইরাক ধ্বংস হতো না । রাশিয়া সবসময় নিজেদের ব্যবসার দিকটাই বেশী গুরুত্ব দেয় ।

Recent Posts

গাজায় ইসরাইলী হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি…

% দিন আগে

ভক্তকে দু’লাখের ঘড়ি উপহার: ধনকুবেরের কীর্তির ভিডিও হলো ভাইরাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের সংস্থার সদর দফতরে ডেকে এক ভক্তের হাতে দামি উপহার…

% দিন আগে

সকাল বেলায় পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে