দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, গত দুই দশকের লিজেন্ড উইঙ্গার-স্ট্রাইকারদের অবসরে যাওয়ার বয়সসীমা ত্রিশ বছরের খানিক আগে-পিছে। তবে আগামী বিশ্বকাপে মেসির বয়স হচ্ছে ৩১ বছর! জন্মগতভাবেই খানিকটা শারীরিক দুর্বলতা রয়েছে মেসির, ফলে ৩১ বছর বয়সে মেসিকে মাঠে দেখা যাবে কিনা তাই সবার প্রশ্ন। মেসি নিজেও এই প্রশ্ন এড়িয়ে গেছেন।
২০১০ বিশ্বকাপ শেষে ‘আবার ফিরবেন’ আশ্বাস দিলেও এবার আর এমন কোনো কথা বললেন না! ক্ষুদে জাদুকর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার ব্যাপারে আর কোনো আশার বাণী শোনালেন না!
মেসি ভক্তদের জন্য হতাশার কথা হচ্ছে বাস্তবতা বলছে মেসি হয়ত ২০১৮ সালে বিশ্বকাপ খেলছেন না। কারন হরমোনজনিত জটিলতায় ভোগা বিস্ময়বালককে চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েই ক্লাবে ভিড়িয়েছিল বার্সেলোনা। সেই শারীরিক জটিলতার ছাপ সাতাশেই স্পষ্ট হতে শুরু করেছে আর্জেন্টাইন মহাতারকার। ফাইনালে স্লায়ুচাপে বমিই করে ফেলেছিলেন। এর আগে থেকেই তার বিরুদ্ধে অভিযোগ, ‘তিনি গা বাঁচিয়ে খেলেন’; সমর্থকরা তো আর জানে না, জন্মগতভাবেই খানিকটা দুর্বলতা রয়েছে তার। হরমনের সমস্যা এবং মানসিক চাপ দুই সমস্যায় ক্লাব ফুটবল এবং দলের হয়ে বেশ কিছু খেলায় মেসি মাঠেই বমি করেন কয়েক বার। এবারের বিশ্বকাপের ফাইনালেও মেসি মাঠে বমি করে দেন।
চার বছর পর বয়স আরও বাড়লে শারীরিক জটিলতাও কি বার্সার ক্ষুদে জাদুকরকে চেপে ধরবে না? এতোসব ভেবেই কি বিস্ময়বালক ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মতো এবার আর বলেননি, ‘আমি ফিরবো’!