Categories: সাধারণ

গোখরা সাপ নিয়ে মহা আতঙ্ক!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গোখরার আতঙ্কে মানুষের ঘুম হারাম! হ্যা এটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে। সেখানকার একটি বাড়িতে। ৯৩টি গোখরো সাপ উদ্ধারের পর মা সাপপি উদ্ধার না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার জনৈক রুহুল আমিনের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে গত বুধবার সন্ধ্যায় ৯৩টি গোখরা সাপ উদ্ধারের পর এলাকায় ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাচ্চা সাপগুলোর মাকে উদ্ধার করতে না পারায় এই আতঙ্ক বলে জানা যায়। আগের দিন মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে একটি মুরগিকে সাপে কামড়ালে বাড়ির সদস্যদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় তল্লাশি। এক পর্যায়ে বুধবার দাদরুল নামাসে এক ওঝাকে ডাকা হয়। ওঝার একটি দল এসে পরিত্যাক্ত বাড়ি থেকে ওই ৯৩টি বাচ্চা গোখরা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত সাপগুলো ওঝা নিয়ে যান।

রুহুল আমিন জানান, সাপুড়ে বাচ্চাগুলোকে পোষার জন্য নেয়ার পরও আমাদের ভয় একেবারেই কাটছে না। কারণ বাচ্চার মা সাপটিকে ধরা সম্ভব হয়নি। বাচ্চাগুলোকে না পেয়ে ওই গোখরা সাপ যদি আক্রমণ করে সে ভয়ে এখন ভীত সবাই। শুধু ওই বাড়ির লোকজনই নয়, পুরো এলাকাবাসী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে মহল্লার অধিবাসীদের সঙ্গে কথা বলেও আতঙ্কের কথা জানা যায়। তারা বলছেন, এতগুলো সাপ উদ্ধারের পর আমরাও সাপ আতঙ্কে ভুগছি। বাড়ির পাশ থেকে একবারে এতগুলো সাপ উদ্ধার হওয়ায় আমরা ভীত হয়ে পড়েছি। ছেলেমেয়েরা পর্যন্ত একা আর বাইরে যেতে সাহস পাচ্ছে না। সবার মধ্যেই সাপ আতঙ্ক বিরাজ করছে। মা গোখরাটি কখন এসে বাচ্চাদের খোঁজে আক্রমণ করবে সে ভয়ে ভীত সবাই।

This post was last modified on জুলাই ২০, ২০১৪ 2:08 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে