দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোখরার আতঙ্কে মানুষের ঘুম হারাম! হ্যা এটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে। সেখানকার একটি বাড়িতে। ৯৩টি গোখরো সাপ উদ্ধারের পর মা সাপপি উদ্ধার না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার জনৈক রুহুল আমিনের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে গত বুধবার সন্ধ্যায় ৯৩টি গোখরা সাপ উদ্ধারের পর এলাকায় ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাচ্চা সাপগুলোর মাকে উদ্ধার করতে না পারায় এই আতঙ্ক বলে জানা যায়। আগের দিন মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে একটি মুরগিকে সাপে কামড়ালে বাড়ির সদস্যদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় তল্লাশি। এক পর্যায়ে বুধবার দাদরুল নামাসে এক ওঝাকে ডাকা হয়। ওঝার একটি দল এসে পরিত্যাক্ত বাড়ি থেকে ওই ৯৩টি বাচ্চা গোখরা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত সাপগুলো ওঝা নিয়ে যান।
রুহুল আমিন জানান, সাপুড়ে বাচ্চাগুলোকে পোষার জন্য নেয়ার পরও আমাদের ভয় একেবারেই কাটছে না। কারণ বাচ্চার মা সাপটিকে ধরা সম্ভব হয়নি। বাচ্চাগুলোকে না পেয়ে ওই গোখরা সাপ যদি আক্রমণ করে সে ভয়ে এখন ভীত সবাই। শুধু ওই বাড়ির লোকজনই নয়, পুরো এলাকাবাসী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে মহল্লার অধিবাসীদের সঙ্গে কথা বলেও আতঙ্কের কথা জানা যায়। তারা বলছেন, এতগুলো সাপ উদ্ধারের পর আমরাও সাপ আতঙ্কে ভুগছি। বাড়ির পাশ থেকে একবারে এতগুলো সাপ উদ্ধার হওয়ায় আমরা ভীত হয়ে পড়েছি। ছেলেমেয়েরা পর্যন্ত একা আর বাইরে যেতে সাহস পাচ্ছে না। সবার মধ্যেই সাপ আতঙ্ক বিরাজ করছে। মা গোখরাটি কখন এসে বাচ্চাদের খোঁজে আক্রমণ করবে সে ভয়ে ভীত সবাই।
This post was last modified on জুলাই ২০, ২০১৪ 2:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…