দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববি’র `অর্ধনগ্ন পোস্টার’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছবিটি এবারের ঈদে মুক্তি পায়।
সংবাদ মাধ্যম জানিয়েছে, এবারের ঈদে নায়িকা ইয়ামিন হক ববির দুটি ছবি মুক্তি পেয়েঝে। ‘হিরো দ্য সুপার স্টার’ এবং ‘আই ডোন্ট কেয়ার’। এই ছবি দুটির মধ্যে ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটির একটি পোস্টারে ববিকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। এই নিয়ে সিনে পাড়ায় তুমুল হট্টগোল শুরু হয়েছে।
ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ববি এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। এই ভিডিও বার্তায় ববি ছবিটির কথা অস্বীকার করে বলেছেন, পোস্টারে ব্যবহৃত অর্ধনগ্ন ছবিটি তার নয়। এটি আদতে ফটোশপের কোনো কারসাজি।
ভিডিও বার্তায় ববি আরও বলেছেন, ‘পোস্টার দেখার পরে তিনি খুব কষ্ট পেয়েছেন।’ এ বিষয়ে এ ছবির পরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গেও তিনি কথা বলেছেন । তিনি পরিচালককে ফোন করে বলেন, ‘এটি একটি অশালীন পোস্টার, এটা অসম্ভব।’ সে সময় পরিচালক তাকে আশ্বস্ত করে বলেন, ‘ওই পোস্টারটি সরিয়ে নেওয়া হবে।’
কিন্তু ববিকে দেওয়া কথা রাখেননি পরিচালক। এরই মধ্যে সারাদেশে পোস্টারটি ছড়িয়ে পড়েছে এবং তা এখন বিভিন্নস্থানে দেওয়ালে শোভা পাচ্ছে।
অভিনেত্রী ববি এই পরিচালকের বিরুদ্ধে কৌশলে তার অশ্লিল দৃশ্য ধারণেরও অভিযোগ এনেছেন। তিনি একই ভিডিও বার্তায় আরও বলেন, ‘ছবিটির শুটিং চলাকালে আমরা ব্যাংকক যাই। সেখানে যাওয়ার পরে আমাকে একটি বিচে নামতে বলেন। আমি সাঁতার না জানায় তাতে আপত্তি করেছি। তারা আমাকে বলে কোনো ভয় নেই।’
ববি সেই দৃশ্যটি সম্পর্কে বলেন, ‘আমাকে বলা হয়েছিল এটি একটি কমেডি দৃশ্যের জন্য ধারণ করা হচ্ছে। গল্পের জন্য দৃশ্যটি খুবই জরুরি। সেখানে দুজন আমাকে ধরে পানিতে নামান। তখন আমার পক্ষে ব্যালেন্স রাখা সম্ভব হচ্ছিল না। ববি বলেন, তারা আমাকে বলেছিলেন শটটি নেওয়া হবে দূর থেকে। কিন্তু পরে সিনেমাটির ট্রেইলরে আমি দেখলাম, তারা আমার খুব কাছ থেকে এবং আমার মাথার উপর থেকে শটটি নিয়েছেন। শটটি নেওয়ার পরে তা ফটোশপে নিয়ে কাট ছাট করে দৃশ্যটি জোড়া লাগানো হয়েছে। ববি ক্ষোভ প্রকাশ করে বলেন, দৃশ্যটি এতটাই অশ্লীল যা কোনোভাবেই একজন সুস্থ মানসিকতার মানুষের কাজ হতে পারে না।’
ববির সেই বক্তব্যটির ভিডিও দেখুন
This post was last modified on জুলাই ৩১, ২০১৪ 7:54 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…