দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চার্জ দেয়া অবস্থায় স্যামসাং Galaxy S4 স্মার্টফোন বালিশের নিচে রেখে মালিক ঘুমাচ্ছিলেন, এমন অবস্থায় সম্পূর্ণ সেট গরম হয়ে বালিশের নিচেই আগুন ধরে যায়!
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে। ফোনের মালিক ১৩ বছর বয়সী এক বালিকা, তিনি জানান “আমি আমার ফোন বালিশের নিচে রেখে চার্জ দিয়ে রাখি। হঠাত আমি পোড়া গন্ধ পাই এবং বুঝতে পারি আমার বালিশের নিচে থেকেই এই গন্ধ আসছে। পরে আমি দেখি সেখানে রাখা আমার স্মার্টফোন সম্পূর্ণ পুড়ে গেছে এবং বালিশ এবং বিছানায় আগুন ধরে গেছে।”
এদিকে ফক্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মনে করি আমরা যেসব পণ্য ব্যবহার করছি তার সব কয়টাই আমাদের জন্য নিরাপদ, আসলে তা নয়। আমাদের এসব বৈদ্যুতিক জিনিস ব্যবহারে আরো সাবধানী হওয়া উচিৎ।
এক বার্তায় স্যামসাং জানিয়েছে, চার্জ দেওয়ার সময় ফোনটি বালিশে চাপা দিয়ে রাখার কারনে এতে বাতাস চলাচল করতে পারেনি। ফলে এমনটি ঘটেছে। প্রতিষ্ঠানটি একই সাথে জানিয়েছে, এই ব্যাপারটি সম্পর্কে ব্যবহারকারীদের পূর্বেই নির্দেশনা দেওয়া হয়ে থাকে।
তবে মজার ব্যাপার হচ্ছে, স্যামসাং জানিয়েছে, তাঁরা ফোন এবং একই সাথে ক্ষতিগ্রস্ত বালিশ এবং বিছানার ম্যাট্রেস বদলে দেবে। এই বিষয়ে স্যামসাংয়ের একজন প্রতিনিধি জানান,“পণ্যের মান এবং গ্রাহকের সন্তুষ্টির ব্যাপারটি স্যামসাং খুবই গুরুত্বের সাথে দেখে।”
এদিকে বিশ্লেষকরা বলছেন, সব ধরেনের বৈদ্যুতিক পণ্য অসংখ্য ছোট ছোট চিপ এবং প্রসেসর দিয়ে চলে, এসব যন্ত্রে বিদ্যুৎ প্রবাহের কারণে এগুলো উত্তপ্ত হয় এবং পর্যাপ্ত বাতাস চলাচল করতে না পারলে এসব পণ্য উত্তপ্ত হয়ে যায় এবং ভয়ংকর সব দুর্ঘটনা ঘটতে পারে।