দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৩ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
প্রাথমিক সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। গতকাল জানানো হয়, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। গতকাল রবিবার সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪’র জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর। বলা হয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।’
তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। আর ২০ জানুয়ারি উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র দেয়া হবে।’
পরীক্ষা সূচি:
প্রাথমিক সমাপনীর ইংরেজী পরীক্ষা ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ২৫ নভেম্বর, প্রাথমিক বিজ্ঞান ২৬ নভেম্বর, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং গণিত পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইবতেদায়ী সমাপনীর ২৩ নভেম্বর ইংরেজি পরীক্ষা, ২৪ নভেম্বর বাংলা, পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান ২৫ নভেম্বর, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ অনুষ্ঠিত হবে এবং ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
উল্রেখ্য, এ বছর প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ২৭ লাখ ৯৯ হাজার ৬১৩ জন ও ইবতেদায়ীতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জন।
This post was last modified on আগস্ট ৪, ২০১৪ 10:06 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…